প্রতিপক্ষ নেদারল্যান্ডস, লক্ষ্য ২৩০ রান। ৫০ ওভারের ম্যাচে সেটিও করতে ব্যর্থ বাংলাদেশ দল। সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহর মতো অভিজ্ঞ ক্রিকেটাররা থাকার পরও ডাচদের বিপক্ষে পরাজয় থেকে নিজেদের রক্ষা করতে পারেনি সাকিবের দল। ২৩০ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৪২ রানেই গুটিয়ে যায় টাইগাররা। ডাচদের কাছে ৮৭ রানের লজ্জাজনক পরাজয়কে সঙ্গী করেই মাঠ ছাড়তে হয় তাসকিন-মোস্তাফিজকে।
২৩০ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমেও বাংলাদেশের ওপেনিং জুটি দলকে ভালো শুরু এনে দিতে পারেনি। ১৯ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ১২ বলে ৩ রান করে সাজঘরে ফেরেন লিটন। পরের ওভারে তানজিদ হাসান তামিমও উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন। আউট হওয়ার পূর্বে ১৬ বলে ৩ বাউন্ডারিতে ১৫ করেন তামিম।
ব্যাট হাতে ব্যর্থতার ধারাবাহিকতা ধরে রেখেছেন নাজমুল হোসেন শান্ত। ১৮ বলে ৯ রান করে স্লিপে ক্যাচ দিয়ে আউট হন তিনি। দেশে এসে সাকিব ব্যাটিং অনুশীলন করে গেলেও মাঠের পারফরম্যান্সে সেটির প্রতিফলন ঘটাতে পারেননি। ১৪ বলে ৫ রান করে ফন ম্যাকেরনের বলে উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে ফেরেন সাকিব।
প্রতিরোধ গড়া মিরাজকে ফেরান লিডি। ৪০ বলে ৩৫ রান করেন তিনি। মুশফিকও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। ৫ বলে মাত্র ১ করে বোল্ড হন তিনি।
শেষ ভরসা হিসেবে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৪১ বলে ২ বাউন্ডারিতে তার ব্যাট থেকে আসে ২০ রান। রিয়াদের বিদায়ে বাংলাদেশের হারও নিশ্চিত হয়ে যায়। ৪২.২ ওভারে ১৪২ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।
এর আগে, একপ্রান্ত আগলে রেখে নেদারল্যান্ডসের ব্যাটার এডওয়ার্ডস দলের ইনিংস বড় করার চেষ্টা করলেও বাকি ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারায় শেষ পর্যন্ত বড় দলীয় সংগ্রহ দাঁড় করাতে ব্যর্থ হয়েছে ডাচরা। বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২২৯ রান করে বারেসি-এডওয়ার্ডসরা।
আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি নেদারল্যান্ডসের। ৯ বলে ৩ রান করা বিক্রমজিৎকে প্যাভিলিয়নে ফেরান তাসকিন। পরের ওভারেই আরেক ওপেনার ম্যাক্স ও ডাউডকে পরাস্ত করেন শরিফুল ইসলাম। শুরুর সেই চাপাল সামাল দেন ওয়েসলি বারেসি ও কলিন অ্যাকারম্যান। কিন্তু নিজেদের সেই জুটি বেশি বড় করতে পারেননি তারা। এই দুই ডাচ ব্যাটারের ৫৯ রানের জুটি ভাঙেন মোস্তাফিজুর রহমান। ৩৩ বলে ১৫ রান করা কলিন অ্যাকারম্যানকে ফেরান সাকিব।
দুজনের বিদায়ের পর ডাচদের হাল ধরেন স্কট এডওয়ার্ডস। যদিও ডাচ এই ব্যাটারের দুইটি ক্যাচ ছাড়েন টাইগার ফিল্ডাররা। ৬ চারে ৮৯ বলে ৬৮ রান করা এই ব্যাটার আউট শেষ পর্যন্ত আউট হন ক্যাচ দিয়েই।
এঙ্গেলব্রেখটকে ফেরান মাহেদী হাসান। আউট হওয়ার পূর্বে ৬১ বলে ৩৫ রান করেন তিনি। শেষ দিকে লোগান ফন বিকের ১৬ বলে ২৩ রানের ক্যামিও ইনিংসে দুইশ পার করে নেদারল্যান্ডস। বাংলাদেশের পক্ষে দুইটি করে উইকেট লাভ করেন শরিফুল, তাসকিন, মোস্তাফিজ ও মাহেদী হাসান।
স্কোর: বাংলাদেশ ৪২.২ ওভারে ১৪২/১০ (শরিফুল ০*, তাসকিন ১১, মোস্তাফিজ ২০, মাহমুদউল্লাহ ২০, মেহেদী ১৭, মুশফিক ১, মিরাজ ৩৫, সাকিব ৫, শান্ত ৯, লিটন ৩, তানজিদ ১৫)
নেদারল্যান্ডস ৫০ ওভারে ২২৯/১০ (ফন বিক ২৩*, ফন মিকেরেন ০, আরিয়ান ৯, শারিজ ৬, এঙ্গেলব্রেখট ৩৫, স্কট এডওয়ার্ডস ৬৮, বিক্রমজিৎ ৩, ম্যাক্স ও’ডাউড ০, বারেসি ৪১, অ্যাকারম্যান ১৫, বাস ডি লিড ১৭)
খুলনা গেজেট/কেডি