জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের রামদায়ের কোপে বড় ভাই মোঃ আনোয়ার হোসেন (৫২) জখম হয়েছেন। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে দিঘলিয়া উপজেলার সেনহাটী ইউনিয়নের হাজীগ্রামে এ ঘটনা ঘটে। আহত আনোয়ার সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচএম শাহীন বলেন, ধান কাটাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে সামান্য ঝামেলা হয়েছে। ঘটনার জেরে ছোট ভাই বড় ভাইকে আহত করেছে।
এ ঘটনায় আনোয়ার হোসেন থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তিনি হোসেন হাজী গ্রামের নেছারদ্দিনের পুত্র।