ছেলেকে হত্যার দায়ে অভিযুক্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড আফগানিস্তানে প্রকাশ্যে কার্যকর করা হয়েছে। অভিযুক্ত যাকে হত্যা করেছিল, তার বাবা নিজ হাতে অভিযুক্তকে গুলি করে বুধবার (৭ ডিসেম্বর) মৃত্যুদণ্ড কার্যকর করে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে জানা গেছে এই তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানে তালেবনারা ক্ষমতায় আসার পরে এটাই প্রথম জনসমক্ষে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা।
তালেবানের একজন মুখপাত্র জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম ফারাহ প্রদেশের একটি জনাকীর্ণ ক্রীড়া স্টেডিয়ামে অভিযুক্তকে হত্যা করা হয়েছে। মৃত্যুদণ্ড কার্যকরের সময় নিহতের বাবা অভিযুক্তকে তিনবার গুলি করেছেন।
আফগানিস্তানে বিচারকদের শরিয়া আইন কার্যকর করার নির্দেশ দেয়ার কয়েক সপ্তাহ পরই এই ঘটনা ঘটলো।
এর আগে গত মাসে তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা এই আদেশ জারি করেন। প্রকাশ্যে মৃত্যুদণ্ড, অঙ্গচ্ছেদ ও পাথর ছুঁড়ে মারা অন্তর্ভুক্ত থাকতে পারে শাস্তির মধ্যে। তবে সঠিক অপরাধ ও সংশ্লিষ্ট শাস্তি তালেবান কর্তৃক আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
খুলনা গেজেট/ এসজেড