প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে ও আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় গলফ ক্লাবে জন্মদিন উদযাপন করেছেন। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার জন্মদিন উদযাপন করা হয়।
বাংলাদেশ সময় আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করা নিয়ে একটি ছবি সম্বলিত পোস্ট দেন।
ছবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছেলে সজীব ওয়াজেদসহ অন্যান্যদের দেখা যায়। ছবির ক্যাপশনে সজীব ওয়াজেদ লেখেন, ‘ভার্জিনিয়ায় আমার গলফ ক্লাবে পরিবারের সঙ্গে মায়ের জন্মদিনের ডিনার।’
দেশের দূরদর্শী ও বলিষ্ঠনেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর)। ১৯৪৭ সালের এ দিনে গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছার জ্যেষ্ঠ সন্তান তিনি।
এবারের জন্মদিনে যুক্তরাষ্ট্রে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গত ১৭ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছেন তিনি।
জাতিসংঘের আনুষ্ঠানিকতা শেষে গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় নিউইয়র্ক থেকে ওয়াশিংটন ডিসিতে পৌঁছেন শেখ হাসিনা। সেখান থেকে স্থানীয় সময় শুক্রবার (২৯ সেপ্টেম্বর) যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে ওয়াশিংটন ডিসি ত্যাগ করবেন তিনি। ৩ অক্টোবর পর্যন্ত তিনি লন্ডনে অবস্থান করবেন। এরপর প্রধানমন্ত্রী দেশের উদ্দেশে লন্ডন ত্যাগ করবেন এবং ৪ অক্টোবর তিনি ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।
খুলনা গেজেট/এনএম