বগুড়ার শেরপুরে ছেলের লাঠির আঘাতে প্রাণ হারিয়েছেন এক বাবা। উপজেলার খানপুর ইউনিয়নের কয়েরখালি পশ্চিম পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের নাম মতিয়ার রহমান (৬০)। ঘটনার পর রোববার রাতে পুলিশ অভিযুক্ত ছেলে মামুনকে (২৮) আটক করে।
নিহতের পারিবারিক সূত্র ও প্রতিবেশীরা জানান, মতিয়ারের রহমানের ছেলে মামুন শনিবার স্থানীয় একটি মাজারে বাড়ি থেকে পাঁচ কেজি চাল দেন। এ ঘটনায় মামুনের বাবা মতিয়ার ক্ষুব্ধ হন।
এ নিয়ে বাড়িতে রাগারাগির ঘটনা ঘটে। ঘটনার একপর্যায়ে শনিবার রাত তিনটার দিকে মামুন তার বাবাকে একটি ভুট্টাক্ষেতে নিয়ে যান। সেখানে হাতে থাকা লাঠি দিয়ে তার বাবার মাথায় ও মুখে আঘাত করেন।
পরিবারের লোকজন রোববার সকালে ঘটনা টের পান। স্থানীয়রা আহত মতিয়ার রহমানকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেন। সেখান থেকে পরবর্তীতে তাকে বগুড়ায় নেয়। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল পাঁচটার দিকে তার মৃত্যু হয়।
শেরপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইফ আহমেদ বলেন, মৃত্যুর ঘটনা জানতে পেরে রোববার রাত আটটায় অভিযুক্ত মামুনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।
এ প্রসঙ্গে শেরপুর থানার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, মৃত্যুর ঘটনা নিয়ে নিহতের পরিবার থেকে রোববার রাত সাড়ে আটটা পর্যন্ত কোনো অভিযোগ দেওয়া হয়নি। ঘটনা নিয়ে পুলিশের প্রয়োজনীয় উদ্যোগ রয়েছে।