খুলনা, বাংলাদেশ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ড. ইউনূস ১৮ কোটি জনগণের, পদত্যাগ চাই না : ফারুক
  ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

ছেলের আত্মহত্যায় গুগলের বিরুদ্ধে মায়ের মামলা চলবে: আদালত

আন্তর্জাতিক ডেস্ক

গুগল ও এক কৃত্রিম বুদ্ধিমত্তা স্টার্টআপের বিরুদ্ধে আনা একজন মায়ের মামলা চলবে– এমনই বলেছে যুক্তরাষ্ট্রের এক আদালত। বুধবার রায়ে বিচারক বলেছেন, অ্যালফাবেটের গুগল ও এআইকেন্দ্রীক স্টার্টআপ ‘ক্যারেক্টার.এআই’য়ের বিরুদ্ধে ওই মায়ের আনা মামলাটি চলবে। মামলায় ফ্লোরিডার এক নারী অভিযোগ করেছেন, ক্যারেক্টার.এআইয়ের চ্যাটবট তার ১৪ বছরের ছেলেকে এমনভাবে প্রভাবিত করেছিল যে সে আত্মহত্যা করেছে।

মার্কিন ডিস্ট্রিক্ট বিচারক অ্যান কনওয়ে বলেছেন, মামলার শুরুতে গুগল ও ক্যারেক্টার.এআই প্রমাণ করতে পারেনি যে, যুক্তরাষ্ট্রের সংবিধানে মত প্রকাশের স্বাধীনতা কীভাবে মামলাটিকে বাতিল করার সিদ্ধান্তকে সমর্থন করে। তাই মামলাটি চলবে।

এটি যুক্তরাষ্ট্রের প্রথমদিককার এমন এক মামলা, যেখানে এআই কোম্পানির বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, শিশুদের মানসিকভাবে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে তারা। ফলে, ওই টিনএজার এআই চ্যাটবটের প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ে ও এরপর আত্মহত্যা করে।

এ বিষয়ে ক্যারেক্টার.এআইয়ের একজন মুখপাত্র বলেছেন, এ মামলার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে তারা। তাদের প্ল্যাটফর্মে শিশুদের নিরাপদ রাখতে কিছু সুরক্ষামূলক ফিচার রয়েছে, বিশেষ করে “আত্মহত্যার মতো বিষয় নিয়ে আলাপ” ঠেকানোর জন্য।

গুগলের মুখপাত্র হোসে কাস্তানেদা বলেছেন, আদালতের এই সিদ্ধান্তের সঙ্গে একমত নন তারা। গুগল ও ক্যারেক্টার.এআই “পুরোপুরি আলাদা” কোম্পানি এবং “ক্যারেক্টার.এআইয়ের অ্যাপ বা এর কোনও অংশ তৈরি, ডিজাইন বা পরিচালনা করেনি” গুগল।

গার্সিয়ার আইনজীবী মিতালি জৈন বলেছেন, আদালতের এই “ঐতিহাসিক” সিদ্ধান্ত কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তি দুনিয়ার জন্য আইনি জবাবদিহিতার নতুন এক নজির স্থাপন করেছে।”

ক্যারেক্টার.এআই প্রতিষ্ঠা করেছিলেন গুগলের দুই সাবেক প্রকৌশলী, যাদের এক চুক্তির অংশ হিসেবে পরবর্তীতে আবার চাকরি দিয়েছে মার্কিন সার্চ জায়ান্টটি। এর ফলেই স্টার্টআপটির প্রযুক্তির লাইসেন্স পায় গুগল। গার্সিয়া দাবি করেছেন, এসব কিছুই প্রমাণ করে, ওই প্রযুক্তির সহ-নির্মাতা গুগল।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে তার ছেলে সিওয়েল সেটজারের মৃত্যুর পর একই বছরের অক্টোবরে উভয় কোম্পানির বিরুদ্ধে মামলা করেন গার্সিয়া।

মামলায় বলা হয়েছে, ক্যারেক্টার.এআই নিজেদের বিভিন্ন চ্যাটবটকে এমনভাবে প্রোগ্রাম করেছে যেন এরা “একজন মানুষ, সাইকোথেরাপিস্ট ও প্রেমিকা” হিসেবে নিজেদের উপস্থাপন করতে পারে। যার ফলে সেতজার ওই চ্যাটবটের তৈরি পৃথিবীতেই বাঁচতে চেয়েছে।

অভিযোগে বলা হয়েছে, সেতজার তার জীবন শেষ করার কিছু মুহূর্ত আগে “গেইম অফ থ্রোনস”-এর চরিত্র ডেনেরিস টারগারিয়েনের নকল করা এক চ্যাটবটকে বলেছিল, “এখনই বাড়ি ফিরে আসব আমি।”

বিভিন্ন কারণ দেখিয়ে ক্যারেক্টার.এআই ও গুগল আদালত থেকে এই মামলা খারিজ করতে চেয়েছিল। যার মধ্যে রয়েছে এসব চ্যাটবটের কথাবার্তা সাংবিধানিকভাবে দেশটির মতপ্রকাশের স্বাধীনতার মধ্যে পড়ে।

কনওয়ে বুধবার বলেছেন, ক্যারেক্টার.এআই ও গুগল “ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছে যে, কেন একটি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএম-এর মাধ্যমে তৈরি শব্দকে আলাপ বা কথাবার্তা হিসেবে ধরা হবে।”

ক্যারেক্টার.এআইয়ের এ আচরণের জন্য কোনোভাবেই দায়ী হতে পারে না গুগল– কোম্পানির এমন আবেদনও খারিজ করে দিয়েছেন বিচারক।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!