খুলনা, বাংলাদেশ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ইসকন নেতা চিন্ময় দাসের জামিন স্থগিত
  প্রতিনিয়ত যুদ্ধের হুমকিতে থেকে প্রস্তুতি না নেয় আত্মঘাতী : প্রধান উপদেষ্টা
  সায়মা ওয়াজেদ পুতুল, জয়, রাদওয়ান মুজিব, আজমিনা ও রেহেনা সিদ্দিকের বারিধারা, খুলনা, গোপালগঞ্জের ৬ কোটি টাকার প্লট-জমি জব্দ ও প্রশাসক নিয়োগের আদেশ

ছুরিকাঘাতে দু’জনকে হত্যার পর ‘হামলাকারী’ অভিযুক্তকে পিটিয়ে হত্যা

গেজেট ডেস্ক

টাঙ্গাইলের নাগরপুরে ২ জনকে ছুরিকাঘাতে হত্যার পর ‘হামলাকারী’ অভিযুক্তকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ধুবুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

ছুরিকাঘাতে নিহতরা হলেন-ধুবুরিয়া পূর্বপাড়া গ্রামের আ. সাত্তার (৫৫) ও মো. আসাদুল (২৮)। তাদের হত্যাকারী হিসেবে চিহ্নিত করে স্থানীয়রা একই এলাকার তালেব মিয়াকে (২৮) পিটিয়ে হত্যা করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় আসাদুল ও তালেবের মধ্যে কথা কাটাকাটি পর তালেব আসাদুলকে এলোপাতারি ছুরিকাঘাত করে। এ সময় সাত্তার আসাদুলকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করে তালেব।

দুজনকে উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, রাত ৮টার পর সাত্তার ও আসাদুলকে জখমসহ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

এ ঘটনার পর স্থানীয় জনতা তালেব মিয়াকে আটক করে পিটিয়ে হত্যা করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দিন বলেন, ‘ঘটনার কারণ ও অন্যান্য বিস্তারিত কিছু এখনো জানা যায়নি। পুলিশ প্রাথমিক তদন্ত কাজ করছে।’




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!