আসন্ন শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে শুরু হওয়া স্কিল ট্রেনিং ক্যাম্প ৩ দিনের জন্য ছুটি দেওয়া হয়েছে। ভেঙে ফেলা হয়েছে হোটেলে তৈরি করা জৈব সুরক্ষা বলয়ও।
তবে ক্রিকেটারদের ঐচ্ছিক অনুশীলন ছিল উন্মুক্ত। আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) মিরপুরে তামিম ইকবাল, মুশফিকুর রহিমসহ কয়েকজন ক্রিকেটার ঐচ্ছিক অনুশীলন করেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
জৈব সুরক্ষা বলয় ভেঙে গেলেও কয়েকজন ক্রিকেটার হোটেল ছাড়েননি। ঐচ্ছিক অনুশীলন করেন তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ, মুমিনুল, নাঈম হাসান, এবাদত হোসেন ও খালেদ আহমেদ। প্রধান কোচ রাসেল ডমিঙ্গোও এসেছিলেন এই অনুশীলনে।
স্কিল ট্রেনিং ক্যাম্পের ৩ দিনের ছুটি শেষ হবে আগামী মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর)। বিসিবি আশা করছে, এই ছুটির মধ্যেই শ্রীলঙ্কা সফরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।
খুলনা গেজেট/এএমআর