বিসিবি প্রেসিডেন্টস কাপ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। টানা অনুশীলন ও টুর্নামেন্ট খেলার ধকল কাটিয়ে উঠতে এই টুর্নামেন্ট শেষে বাংলাদেশ দলের ক্রিকেটারদের ১৫ দিনের বিশ্রাম দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
যদিও এই বিশ্রামের মধ্যে মঙ্গলবার (২৭ অক্টোবর) অনুশীলনে ফিরলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। বাঁহাতি এই ব্যাটসম্যান এদিন বিসিবি একাডেমী মাঠের নেটে নিজের ব্যাটিং ঝালিয়ে নিয়েছেন। প্রায় পৌনে এক ঘণ্টা তিনি অনুশীলন করেছেন।
বেলা পৌনে ১১টায় অনুশীলন শুরু করে তিনি সাড়ে ১২টায় শেষ করেছেন। তামিমকে বোলিং করেছেন মোহাম্মদ মিঠুন এবং তাইজুল ইসলাম। সেই সঙ্গে একজন থ্রোয়ারও ছিলেন তামিমের নেট অনুশীলনে।
প্রেসিডেন্টস কাপে ব্যাট হাতে একেবারেই ভালো সময় যায়নি এই দেশ সেরা ওপেনারের। এই টুর্নামেন্টে ৪ ম্যাচ খেলে ১০১ রান করেছেন তামিম। এই টুর্নামেন্টে বাঁহাতি এই ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংসটি ৫৭ রানের।
৬৬.৮৮ স্ট্রাইক রেটে এই টুর্নামেন্টে রান করতে পেরেছেন তামিম। বিসিবি প্রেসিডেন্ট’স কাপের ফাইনালে উঠতে না পারায় তামিমদের ছুটি শুরু হয়েছে ২১ অক্টোবর থেকে। অন্যদিকে মুশফিক ও মাহমুদউল্লাহদের ছুটি শুরু হয়েছে গত সোমবার থেকে।
খুলনা গেজেট/এএমআর