রাজধানীর তেজগাঁওয়ে ‘নন্দন রোকেয়া’ নামের ১২ তলা ভবনের ছাদ থেকে লাফ দেয় হলিক্রস স্কুলের নবম শ্রেণির এক ছাত্রী।
তেজগাঁও রেলওয়ে স্টেশন রোডের ওই ভবনের নিচ থেকে মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেল ৫টার দিকে উদ্ধার করা হয় পারপিতা ফাইহা নামের ওই ছাত্রীকে। রাতেই পান্থপথের স্কয়ার হাসপাতালে তার মৃত্যু হয়।
স্বজনদের বরাতে তেজগাঁও থানা পুলিশ জানিয়েছে, পারপিতা স্কুলে থেকে ফিরে বাসায় না গিয়ে লিফটে ভবনের ছাদে চলে যায়। স্কুলের পোশাক পরা অবস্থায় ছাদ থেকে নিচে ঝাঁপ দেয় সে।
পরে আহত অবস্থায় পারপিতাকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে তার পরিবারের সদস্যরা। সেখানে অবস্থার অবনতি হলে তাকে পান্থপথের স্কয়ার হাসপাতালে নেয়া হয়। রাত ৮টার দিকে চিকিৎসকরা তাকে মৃত বলে জানান।
একাধিক সহপাঠীর ভাষ্য, স্কুলের পরীক্ষায় উচ্চতর গণিতে ফেল করার অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিতে পারে পারপিতা।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বলেন, ‘হলিক্রস স্কুলের নবম শ্রেণির একজন ছাত্রী ছাদ থেকে পড়ে মারা গেছে। তাকে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে পান্থপথের একটি হাসপাতালে নেয়ার পর সে মারা যায়।
‘কী কারণে এই মৃত্যুর ঘটনা ঘটেছে, তা তদন্ত করছে। বিষয়টি আত্মহত্যা নাকি অন্য কিছু, তা ময়নাতদন্ত করলে জানা যাবে।’
খুলনা গেজেট/এমএনএস