খুলনা, বাংলাদেশ | ২১ ফাল্গুন, ১৪৩১ | ৬ মার্চ, ২০২৫

Breaking News

  ৫ ইউনিটের চেষ্টায় ভাষানটেকে বিআরপি বস্তির আগুন নিয়ন্ত্রণে
  অর্থপাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে খালাস দিয়েছেন আপিল বিভাগ
  ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মুশফিকের

ছাত্রলীগের হামলার পর মামলা: গণঅধিকার পরিষদের ২৪ নেতা কারাগারে

গেজেট ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলা ও সংঘর্ষের পর আটক গণঅধিকার পরিষদের ২৪ নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ওই ঘটনায় ছাত্রলীগ নেতার দায়ের করা মামলায় আজ দুপুরে শুনানি শেষে ২৪ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম। এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র অধিকার পরিষদের সভাপতি আকতার হোসেনসহ ২৪ নেতা আদালতে হাজির করা হয়।

এদিকে গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে অবস্থান নিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। এসময় তার সঙ্গে দলের শতাধিক নেতাকর্মীও অবস্থান নিয়েছেন। আজ বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর পল্টন এলাকার জামান টাওয়ারে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল নিয়ে গুলিস্তান, রায়সাহেব বাজার এলাকায় হয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে এসে অবস্থান নেন তারা।

এসময় নুরুল হক নুর বলেন, আমার ভাইদের মুক্তি দেন, না হলে আমরাও স্বেচ্ছায় কারাবরণ করতে এসেছি। আমাদেরও নিয়ে যান।

উল্লেখ্য, গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ডাকা স্মরণসভা কর্মসূচিতে হামলা চালায় ছাত্রলীগ। এতে ছাত্র অধিকার পরিষদের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন। পরে আহত নেতাকর্মীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানেও আরেকদফা হামলা চালায় ছাত্রলীগ। সন্ধ্যায় হাসপাতাল থেকে আহত ১০ নেতাসহ ২৪ জনকে আটক করে পুলিশ।

এদিকে আবরার ফাহাদের স্মরণসভায় ছাত্রলীগের হামলা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারামারির পর আজ ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীদের নামে দুটি মামলা করেছেন ছাত্রলীগের দুই নেতা। মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা (ঢাবি) ছাত্র অধিকার পরিষদের সভাপতি আকতার হোসেনসহ ২৪ জনকে কারাগারে আটক রাখার আবেদন করেছে পুলিশ।

শনিবার (৮ অক্টোবর) তাদের হাজির করা হয় আদালতে। এরপর মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মুহাম্মদ আরিফুল হক তপু মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। এ মামলার শুনানি হবে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালতে।

মামলার অন্য আসামিরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আকরাম হোসেন, মো. সাদ্দাম হোসেন, মো. তসলিম হোসাইন অভি, আব্দুল কাদের, মো. তরিকুল ইসলাম, মামুনুর রশিদ, নাজমুল হাসান, রাকিব, আরিফুল ইসলাম, আসিফ মাহমুদ, তাওহীদুল ইসলাম তুহিন, এইচএম রুবেল হোসেন, ইউসুফ হোসেন, মিজান উদ্দিন, বেলাল হোসেন, ওমর ফারুক জিহাদ, আবু কাউছার, জাহিদ আহসান, মোয়াজ্জেম হোসেন রনি, সানাউল্লাহ, শাহ ওয়ালিউল্লাহ, মো. রাকিব, সাজ্জাদ হোসেন পারভেজ।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!