নাটোরে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় একজন গুলিবিদ্ধের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে কান্দিভুটিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিজেদের মধ্যে আধিপত্য বিস্তরকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় বেশ কয়েক রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এ সময় জাহাঙ্গীর হোসেন নামে ব্যাবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটে।
জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজ অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয় কান্দিভিটাতে যাওয়ার সময় হিরা, রাব্বানী, অনিক, গোলাম দস্তগীরের নেতৃত্বে ছাত্রলীগ নামধারী বহিরাগত সন্ত্রাসীরা এই হামলা চালায়। এতে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহীন এবং তিনি নিজেসহ একজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে গুলিবিদ্ধ বা আহত হওয়ার ঘটনা জানাতে পারেননি তিনি। এ ঘটনায় পুলিশ দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করছে বলেও জানান তিনি।