ছাত্রলীগনেতার ছুরিকাঘাতে স্থানীয় দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার নিজস্ব প্রতিবেদক সাংবাদিক সোহেল রানা ডালিমের উপর হামলা ও অপরাধীদের দৃষ্ঠান্তমুলক শাস্তির প্রতিবাদে জীবননগর সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১৭ আগষ্ট) বিকাল ৪টার সময় জীবননগর প্রেস ক্লাব ও জীবননগর সাংবাদিক সমিতির উদ্যোগে জীবননগর শহরের মেইন বাসষ্ট্রান্ড চত্ত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এসময় মানববন্ধন ও প্রতিবাদ সভায় জীবননগর প্রেস ক্লাবের সভাপতি এম আর বাবুর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্যদেন সাপ্তাহিক জীবননগর বার্তার সম্পাদক প্রকাশক শামসুল আলম, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম, জীবননগর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক কাজী শামসুর রহমান চঞ্জল, জীবননগর সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক জামাল হোসেন খোকন, বাংলাদেশ পোস্টের সালাউদ্দিন কাজল, মাথাভাঙ্গার নারায়ণ ভৈৗমিক, আকিমুল ইসলাম, ভোরের কাগজের মামুনুর রহমান, শেখ শহিদ, মাই টিভি ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার মিঠুন মাহমুদ, কালের কন্ঠের জহুরুল ইসলাম, দৈনিক নবচিত্রের চাষী রমজান, মানব জমিনের হুমায়ন কবির, দৈনিক কল্যাণের রমজান হোসেন, দৈনিক আকাশ খবর পত্রিকার মুতাছিন বিল্লাহ, দৈনিক সময়ের সমীকরণের মফিজুল ইসলাম, শাকিল হাসান, রাসেল হোসেন মুন্না, মেহেরপুর প্রতিদিনের আব্দুল্লাহ আল মাসুম, এম এ আর নয়ন, ইন্তাজ আলী, আঃ হাকিম সহ অনান্যরা।
এ সময় প্রতিবাদ সভায় বক্তরা এ ঘটনার সাথে জড়িত ব্যাক্তির দৃষ্ঠান্তমুলক শাস্তির দাবি করেন।
উল্লেখ্য গত সোমবার চুয়াডাঙ্গা পৌর এলাকার পোস্ট অফিস পাড়ার মধ্যে দিয়ে দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার অফিসে আসার সময় ছাত্রলীগ নেতা রাজু আহম্মেদ ওরফে কানা রাজুর সহযোহিরা তার উপর হামলা চালায় এবং তাকে কুপিয়ে আহত করে। আহত অবস্থায় সাংবাদিক ডালিম সেখান থেকে ছুটে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হলে সেখানেও তার সন্ত্রাসী বাহিনী অমানুষিক ভাবে হামলা চালায় ।অবশেষে সাংবাদিক নেতারা এবং পুলিশ ঘটনা স্থানে দূত ছুটে এলে হাসপাতাল থেকে তার সহযোগিরা সদস্যরা পালিয়ে যায়।
খুলনা গেজেট/কেএম