খুলনা, বাংলাদেশ | ৫ আশ্বিন, ১৪৩১ | ২০ সেপ্টেম্বর, ২০২৪

Breaking News

  খুলনা জেলা বিএনপির আহ্ববায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা

ছাত্রবাসে গণধর্ষণ : ৮ আসামির বিরুদ্ধে চার্জ গ্রহণ

গেজেট ডেস্ক

অভিযোগপত্র দাখিলের একমাস দশদিন পর সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ গণধর্ষণ মামলার চার্জশিট আমলে নিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মোহিতুল হক। ৩ ডিসেম্বর মামলার ৮ আসামির বিরুদ্ধে দায়েরকৃত চার্জ গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) সকাল ১১টার আগেই মামলার ৮ আসামি সাইফুর রহমান, তারেক, শাহ রনি, অর্জুন লস্কর, রবিউল, মাসুম, আইনুল ও রাজনকে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রায় ১০ মিনিট শুনানি শেষে সোয়া ১১টার দিকে আসামিদের এজলাস থেকে বের করা হয়।

চার্জশিটে বাদী পক্ষের আইনজীবীদের আপত্তি না থাকায় তা গ্রহণ করেন আদালত। মঙ্গলবার ধার্য তারিখে এই মামলার কার্যক্রম শুরুর প্রাক্কালে আদালত তা আমলে নিয়ে চার্জগঠনের জন্য শিগগিরই তারিখ নির্ধারণ করা হবে বলে জানালেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট রাশেদা সাঈদা খানম।

গত বছরের ২৫ সেপ্টেম্বর এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে তার সামনেই গাড়িতে গৃহবধূকে ধর্ষণ করে ছাত্রলীগের অভিযুক্তরা। স্বামীর মামলার পরিপ্রেক্ষিতে আট আসামিকে গ্রেফতার করা হয়। পরে তারা আদালতে স্বীকারক্তিমূলক জবানবন্দি দেয় অভিযুক্তরা। ডিএনএ পরীক্ষাতেও তাদের সম্পৃক্ততা পাওয়া যায়। ৩ ডিসেম্বর মামলার চার্জশিট দাখিল করা হয়।

 

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!