খুলনা, বাংলাদেশ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ নভেম্বর, ২০২৪

Breaking News

  ডেঙ্গুতে একদিনের ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২১৪

চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিলো ম্যান ইউ ও চেলসি

ক্রীড়া প্রতিবেদক

ম্যানচেস্টার ইউনাইটেড এবং চেলসি আগামী মওসুমে চ্যাম্পিয়ন্স লীগে খেলার যোগ্যতা অর্জন করেছে। ইংলিশ প্রিমিয়ার লীগের শেষ দিন নিচের বিভাগে নেমে গেছে বোর্নমাউথ এবং ওয়াটফোর্ড। এছাড়া ইউরোপা লীগে খেলার যোগ্যতা অর্জন করেছে লিস্টার সিটি এবং টটেনহ্যাম হটস্পার। আগেই শিরোপা জেতা লিভারপুল লীগ শেষ করেছে জয় দিয়ে। দুর্দান্ত খেলে সাত ম্যাচ হাতে রেখেই ৩০ বছর পর লীগ শিরোপা জেতে লিভারপুল। শেষ দিন তারা মাঠে নেমেছিল নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে। প্রথমে গোল হজম করলেও ম্যাচে তারা জয়ী হয় ৩-১ গোলে। আগের কয়েকটি ম্যাচে ভাল করতে না পারায় লিভারপুলকে ৯৯ পয়েন্ট নিয়েই লীগ শেষ করতে হলো। শিরোপা জেতার পর তাদের লক্ষ্য ছিল পয়েন্টের সেঞ্চুরি করা। যা ম্যানসিটি ২০১৭-১৮ মওসুমে করেছিল। কিন্তু সে রেকর্ড স্পর্শ করা তাদের পক্ষে সম্ভব হয়নি।

দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটিও জয় দিয়ে লীগ শেষ করেছে। তারা ৫-০ গোলে পরাজিত করেছে আগেই নিচের বিভাগে নেমে যাওয়া নরউইচ সিটিকে। কেভিন ডি ব্রুইন করেন জোড়া গোল। তিনি এদিন স্পর্শ করেন থিয়েরি অরির করা সহায়তার রেকর্ড। এ মওসুমে ডি ব্রুইন মোট ২০টি গোলের সুযোগ তৈরী করে দেন।

শেষ দিনে সবার নজর ছিল মূলত ম্যানচেস্টার ইউনাইটেড এবং লিস্টার সিটির ম্যাচের দিকে। এ দুই দলের খেলায় যে দল জিতবে তারা চ্যাম্পিয়ন্স লীগে খেলার যোগ্যতা অর্জন করবে। এ লড়াইয়ে ওলে গার্নার সোলসারের ম্যানইউ ২-০ গোলে হারিয়ে দিয়েছে লিস্টার সিটিকে। ফলে পয়েন্ট তালিকার ৫ম স্থানে নেমে যায় লিস্টার সিটি। দিনের আরেক ম্যাচে চেলসি ২-০ উলভারহ্যাম্পটনকে পরাজিত করে শীর্ষ চার এ জায়গা করে নেয়। লিস্টার সিটির সাথে ইউরোপা লীগে খেলার যোগ্যতা অর্জন করে টটেনহ্যাম হটস্পার। শেষ ম্যাচে তারা ক্রিস্টাল প্যালেসের সাথে ১-১ গোলে ড্র করে।
নিচের বিভাগে নেমে গেছে বোর্ন মাউথ এবং ওয়াটফোর্ড। তীব্র লড়াইয়ের পর প্রিমিয়ার লীগে টিকে গেছে অ্যাস্টন ভিলা।

শুরুর দিকে ভাল করতে না পারলেও শেষ দিকে এসে বেশ ভাল করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। শেষ ম্যাচে তারা ২-০ গোলে হারায় লিস্টার সিটিকে। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে দুই গোল করে ম্যানইউ। ৭১ মিনিটে ব্রুনো ফার্নান্ডেজ পেনাল্টি থেকে গোল করে ম্যানইউকে এগিয়ে দেয়ার পর জেসে লিংগার্ডের গোলে জয় নিশ্চিত করে ওলে গার্নার সোলসারের দল। ম্যাচ শেষে সোলসার বলেন, ‘আমি খুবই আনন্দিত। আমরা অনেক পিছিয়ে পড়েছিলাম। এর পর ধারাবাহিকভাবে ভাল করে এ পর্যায়ে উন্নীত হয়েছি। দলের সবার সম্মিলিত চেষ্টায় এটা সম্ভব হয়েছে।’

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!