খুলনা, বাংলাদেশ | ২ মাঘ, ১৪৩১ | ১৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র : আজ প্রধান উপদেষ্টার নেতৃত্বে সর্বদলীয় বৈঠক

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো যারা

ক্রীড়া প্রতি‌বেদক

অনেক ঘটনা-অঘটনার মধ্য দিয়ে শেষ হয়েছে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো রাউন্ড। বিদায় নিয়েছে পিএসজি, ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের মতো বড় দল। ফলে ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই আসরটিতে চলতি মৌসুমে আর দেখা যাবে না কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো ও নেইমারের মতো তারকাদের।

অন্যদিকে, প্রথম রাউন্ডে দাপট দেখানো ইতালিয়ান জয়ান্ট জুভেন্টাসকে তাদেরই মাঠে অবিশ্বাস্যভাবে হারিয়ে দিয়েছে অপেক্ষাকৃত কম শক্তিশালী দল ভিয়ারিয়াল। ফিরতি লেগে ৩-০ গোলে জয় পেয়েছে তারা। এর আগে প্রথম লেগে নিজেদের মাঠে ১-১ ব্যবধানে ড্র হয়েছিল। এই জয়ের মধ্য দিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলো স্প্যানিশ ক্লাবটি। কোয়ার্টার ফাইনালে ওঠেছে বেনফিকাও। তারা দুই লেগ মিলিয়ে অ্যাজাক্সকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়েছে।

এর বাইরে প্রত্যাশিতভাবেই কোয়ার্টার ফাইনালে ওঠেছে বায়ার্ন মিউনিখ, লিভারপুল, চেলসি, ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেটিকো মাদ্রিদ। এদের মধ্যে শক্তিশালী পিএসজিকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়েছে অ্যাতলেটিকো। আর লিভারপুল হারিয়েছে ইন্টার মিলানকে।

একনজরে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা আটটি দল

বায়ার্ন মিউনিখ, বেনফিকা, ভিয়ারিয়াল, লিভারপুল, চেলসি, ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেটিকো মাদ্রিদ।

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!