খুলনা, বাংলাদেশ | ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মাহমুদুল্লাহ রিয়াদ, ফেসবুকে ঘোষণা দিলেন বিদায়ের
  কাল ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

চ্যাম্পিয়ন রোহিত তিনে, রানার্সআপ স্যান্টনার দুইয়ে

ক্রীড়া প্রতিবেদক

রেকর্ড তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস ট্রফি ঘরে তুলেছে ভারত। গত রোববার (৯ মার্চ) দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে দলকে শিরোপা জেতাতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মা। রান তাড়ায় ৭৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে ম্যাচসেরাও হয়েছেন ভারত অধিনায়ক। সেই পারফরম্যান্স ওয়ানডে র‍্যাঙ্কিংয়েও এগিয়ে দিয়েছে তাকে।

বুধবার (১২ মার্চ) প্রকাশিত সর্বশেষ ওয়ানডে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে তিনে উঠেছেন রোহিত শর্মা। ব্যাটসম্যানদের তালিকার শীর্ষে রয়েছেন আরেক ভারতীয় ওপেনার শুবমান গিল। ৭৮৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন তিনি। গিল ও রোহিতের মাঝে অবস্থান করছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম। শীর্ষ পাঁচের বাকি দুজন হলেন দক্ষিণ আফ্রিকার হেনরিখ ক্লাসেন (৪র্থ) ও ভারতের বিরাট কোহলি (৫ম), যারা দুজনই এক ধাপ পিছিয়েছেন।

নিউজিল্যান্ডের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন ড্যারিল মিচেল, রাচিন রবীন্দ্র ও গ্লেন ফিলিপস। এক ধাপ এগিয়ে ছয়ে উঠেছেন মিচেল, ১৪ ধাপ এগিয়ে ১৪ নম্বরে জায়গা করে নিয়েছেন রাচিন রবীন্দ্র, আর গ্লেন ফিলিপস ছয় ধাপ এগিয়ে উঠে এসেছেন ২৪ নম্বরে।

বোলিং র‍্যাঙ্কিংয়েও বড় লাফ দিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। চ্যাম্পিয়নস ট্রফিতে ৯ উইকেট নিয়ে ছয় ধাপ এগিয়ে উঠে এসেছেন দুই নম্বরে। তার ওপরে রয়েছেন শুধুমাত্র শ্রীলঙ্কার মাহেশ থিকসানা। স্যান্টনারের সতীর্থ মাইকেল ব্রেসওয়েল ১০ ধাপ এগিয়ে উঠেছেন ১৮ নম্বরে। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি ম্যাট হেনরি ফাইনালে না খেলতে পারায় তিন ধাপ পিছিয়ে ছয়ে নেমেছেন।

ভারতের বাঁহাতি স্পিনার কুলদীপ যাদব চ্যাম্পিয়নস ট্রফিতে ৭ উইকেট নিয়ে তিন ধাপ এগিয়ে উঠে এসেছেন তিন নম্বরে। এছাড়া রবীন্দ্র জাদেজাও তিন ধাপ এগিয়ে জায়গা পেয়েছেন দশে।

অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে অবস্থান করছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!