খুলনা, বাংলাদেশ | ১১ পৌষ, ১৪৩১ | ২৬ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট
  চাঁদপুরে জাহাজে ৭ জনকে হত্যা: আসামি ইরফান ৭ দিনের রিমান্ডে

চৌগাছা সীমান্ত দিয়ে ভারত ভ্রমণ, রােহিঙ্গা নারীসহ আটক ৩

চৌগাছা প্রতিনিধি

যশোরের চৌগাছা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত ভ্রমণ কালে রােহিঙ্গা নারীসহ ৩ জনকে আটক করেছে বিজিবি। গােপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয় বলে জানিয়েছেন বিজিবি সদস্যরা।

মঙ্গলবার (২২ অক্টোবর) দিনগত রাতে উপজেলার মাশিলা সীমান্ত দিয়ে অবৈধভাবে কতিপয় নারী ভারতে প্রবেশের চেষ্টা করছে বিজিবি জানতে পারে। এর পরপরই বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করেন। একপর্যায়ে মাশিলা সীমান্তের গদাধরপুর এলাকা থেকে ১ জন রােহিঙ্গা নারীসহ ৩ জন নারীকে আটক করতে সক্ষম হয়।

আটককৃতরা হলাে কক্সবাজারের উখিয়া রােহিঙ্গা ক্যাম্পের মোকগুল আহমেদের মেয়ে রশিদা আক্তার (২৭) যার পরিবারের গণনা নাম্বার-৫০২৬৪০।

এছাড়া আটককৃত অপর দুই নারী হচ্ছে যশােরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া গ্রামের লাহু গাজীর মেয়ে স্বপা আক্তার (২৫) ও নারায়নগঞ্জ বদর উপজেলার ৩২১ নম্বর ওয়ার্ডের সিরাজ আলীর মেয়ে মােছাঃ রিতা আক্তার (২৪)। আটককৃতদের মামলার মাধ্যমে সংশ্লিষ্ট চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে বিজিবির যশাের ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, দীর্ঘদিন ধরে ভারত অনুপ্রবেশ ঠেকাতে পরিকল্পনামাফিক বিজিবি সদস্যরা কাজ করছে। বিজিবির তৎপরতার কারনে ৩ জন নারীকে আমরা আটক করতে সক্ষম হয়েছি। আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে তারা কাজের উদ্দেশ্য সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিল।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!