খুলনা, বাংলাদেশ | ২২ পৌষ, ১৪৩১ | ৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নড়াইলে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত, আহত ২
  চিকিৎসার জন্য আগামীকাল লন্ডন যাবেন খালেদা জিয়া : ফখরুল; কাতার আমিরের পাঠানো ‌‌’বিশেষ এয়ার এম্ব্যুলেন্স’ বিমানে যাবেন তিনি

চৌগাছা সীমান্তে এবার সাত কেজি সোনা উদ্ধার

যশোর প্রতিনিধি

যশোরের চৌগাছা সীমান্ত থেকে বিজিবি সদস্যরা প্রায় সাত কেজির ৬০টি সোনার বার উদ্ধার করেছে। যার মূল্য পৌনে পাঁচ কোটি টাকা। শুক্রবার (৪ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে শাহজাদপুর-কাশিপুর সীমান্তের মধ্যবর্তী স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় এসব সোনার বার উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানায়, শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে বেনাপোল কোম্পানির অধীনস্থ চৌগাছার শাহজাদপুর বিওপির একটি টিম সীমান্ত এলাকায় টহলরত ছিল। এসময় শাহজাদপুর-কাশিপুর সীমান্তের মধ্যবর্তী স্থান থেকে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় সোনার ৬০টি বার উদ্ধার করেন নায়েক (সিগন্যাল) নূর আলমের নেতৃত্বাধীন টহল দল। ৪১ বিজিবি ও পুলিশের গোয়েন্দা সূত্র জানায়, উদ্ধার হওয়া ৬০ পিস সোনার বারের ওজন সাত কেজি। যার বাজারদর পৌনে পাঁচ কোটি টাকা।

এ বিষয়ে ৪১ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্ণেল সেলিম রেজার সাথে ফোনে যোগাযোগ করা হলে তার বক্তব্য পাওয়া যায়নি। বিজিবি ব্যাটালিয়নের সেকেন্ড ইন কমান্ড মেজর নজরুল ইসলাম সোনা উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। তবে তিনি জানান, বিষয়টি আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের জানানো হবে।

বিজিবি সূত্র বলেছে, শনিবার বেলা ১১টার দিকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

 

খুলনা গেজেট / এমএম

 

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!