খুলনা, বাংলাদেশ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

চৌগাছা পৌর বিএনপির সম্মেলন

চৌগাছা প্রতিনিধি

যশোরের চৌগাছা পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটায় শহরের ডিভাইন সেন্টারে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে সন্ধ্য ৬টা ২০ মিনিটে শেষ হয়। শহরের শাহাদৎ পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রশাসন এবং পুলিশের অনুমতি না পাওয়ায় ডিভাইন সেন্টারে অনুষ্ঠিত হয়।

সম্মেলনে পৌরসভার প্রায় দেড় হাজার কাউন্সিলরসহ গোটা উপজেলার বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। সম্মেলনে বক্তৃতায় নেতৃবৃন্দ বলেছেন আগামীতে ঐক্যবদ্ধভাবে সরকার বিরোধী আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে।

সম্মেলনে সভাপতির বক্তৃব্যের আগে ১০১ সদস্যের চৌগাছা পৌর কমিটি ঘোষণা দেন যশোর জেলা বিএনপির সদস্য এবং চৌগাছা উপজেলা পৌর বিএনপির কমিটি গঠনের দয়িত্বপ্রাপ্ত নেতা একেএম শরিফুদ্দৌলা ছোটলু। তবে প্রথম যুগ্ম সম্পাদকের প্রত্যাশিত পদ না দিয়ে ২য় যুগ্ম সম্পাদককের পদ দেয়ায় কমিটি ঘোষণার সময় নেতৃবৃন্দের সামনে ‘আমাকে কোন পদ দেয়া লাগবেনা, আমার কোন পদের দরকার নেই’ বলে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন উপজেলা বিএনপির সদস্য ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক।

সম্মেলনে চৌগাছা পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন বিএনপির খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত প্রধান। উদ্বোধকের বক্তৃতা করেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সহধর্মীনি ও যশোর জেলা বিএনপির সভাপতি অধ্যাপক নার্গিস বেগম।

যশোর জেলা যুবদলের সভাপতি মোস্তফা আমির ফয়সাল, চৌগাছা পৌর বিএনপির নবগঠিত কমিটির যুগ্ম সম্পাদক পৌর কাউন্সিলর আনিছুর রহমান এবং কাটগড়া কলেজের ইংরেজি প্রভাষক হাফিজুর রহমানের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন যশোর জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মোঃ ইসাহক, মিজানুর রহমান খান, চৌগাছা বিএনপির কমিটির গঠনের দায়িত্বপ্রাপ্ত জেলা বিএনপির সদস্য একেএম শরফুদ্দৌলা ছোটলু ও সিরাজুল ইসলাম স্বপন।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পৌর বিএনপির সেক্রেটারী আব্দুল হালিম চঞ্চল, উপজেলা মহিলা দলের সভাপতি আলেয়া বেগম, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল মান্নান, পৌর যুবদলের সদস্য সচিব সালাহউদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সেক্রেটারী আবু বক্কার সিদ্দিক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমন হাসান রকি প্রমুখ। তবে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির কার্যক্রম স্থগিত থাকায় আহবায়ক জহুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক ইউনূচ আলী, এমএ সালাম ও হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসানকে মঞ্চে ডাকা হলেও তাঁরা বক্তৃতা করেননি।

এছাড়া কেন্দ্রীয় কৃষকদলের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফিক ওরফে ভিপি শফিক ছাড়াও যশোর জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, চৌগাছা উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলাদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদলের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এরআগে বিকাল সাড়ে চারটায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন যশোর জেলা বিএনপির সভাপতি অধ্যাপক নার্গিস বেগম। পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ার উদ্বোধনী ও সমাপনী বক্তৃতা করেন।
সম্মেলনস্থল ডিভাইন সেন্টার বিএনপি নেতাকর্মীতে কানায় কানায় পূর্ণ থাকার পরও জায়গা না হওয়ায় বিপুল সংখ্যক নেতাকর্মী সেন্টারের বাইরে অবস্থান করছিলেন।

সম্মেলনে কোন প্রকার সহিংসতা বা অন্য কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের বিভিন্ন স্থানে পুলিশের বিপুল উপস্থিতি ছিলো।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!