যশোরের চৌগাছা সীমান্ত দিয়ে হঠাৎ করে অবৈধভাবে ভারত ভ্রমণ বেড়েই চলেছে।করোনা ভাইরাসে সারাদেশের সকল সীমান্ত যেখানে বন্ধ রয়েছে,এমনকি প্রশাসন যেখানে সীমান্ত পথে কঠোর অবস্থানে আছেন। তার মধ্যেও থেমে নেই এই অবৈধভাবে ভারত ভ্রমণ।
এক শ্রেনীর দালাল চক্র এই অবৈধ পারাপারে সরাসরি জড়িত।এই দালাল চক্রটি দেশের বিভিন্ন জায়গা থেকে লোক এনে সীমান্তবর্তী কোন এক জায়গায় জড়ো করে।পরে সুবিধামত সুযোগ বুঝে ভারতে পারাপার করে থাকে।এর বিনিময়ে তারা জন প্রতি ৫ হাজার থেকে ৬ হাজার টাকা নিয়ে থাকেন।
গত ৯ আগস্ট সোমবার রাতে অবৈধ ভাবে ভারত যাওয়ার পথে ৭ জনকে আটক করেছে চৌগাছা থানা পুলিশ।গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা থানা পুলিশ উপজেলার বড় আন্দুলিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
আটককৃতরা হলেন- বাগেরহাটের চিতলমারি উপজেলার চরডাকাতিয়া গ্রামের গোবিন্দবালা (৪০), তার স্ত্রী পদ্মবালা (৩৫), কন্যা প্রিয়াংকা বালা (১৯), ময়মনসিংহের ফুলপুর উপজেলার তালদিঘি গ্রামের আব্দুল করিম (৩৫), নড়াইল সদর উপজেলার চন্ডিপুর গ্রামের শফিক শেখের কন্যা রাবেয়া খাতুন (২০), বেন্দাচর গ্রামের আলী মিয়ার মেয়ে রুনা খানম (২০), কালিয়া উপজেলার খোরোলিয়া গ্রামের বাবুল সরদারের মেয়ে রিমা বেগম (২০)।
চৌগাছা থানার এসআই এনামুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি অবৈধভাবে ভারতে যাওয়ার জন্য বড় আন্দুলিয়া গ্রামের রিজাউল ইসলামের ছেলে ইউনুচ আলী ও সাদ্দাম হোসেনের বাড়িতে কয়েকজন নারী পুরুষ অবস্থান করছেন। খবর পেয়ে রাতেই অভিযান চালিয়ে ৬ নারী ও ১ পুরুষকে আটক করা হয়।
তারা অবধৈভাবে সীমান্ত পার হয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিল বলে জানান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আরো জানিয়েছে, দালাল চক্র তাদেরকে অবৈভাবে সীমান্ত পার করার জন্য প্রত্যেকের কাছ থেকে ৫/৬ হাজার করে টাকা নিয়েছে।
এ সময় পুলিশের উপস্থিতি জানতে পেরে দালাল চক্রের সদস্যরা পালিয়ে যায়। এ জন্য দালাল চক্রের কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে চৌগাছা থানায় মামলা হয়েছে বলে জানা গেছে।
এর আগে ৪ আগস্ট চৌগাছার আন্দুলিয়ার সীমান্ত দিয়ে ভারত পারাপার হওয়ার সময় নারী ও শিশু সহ ১৮ জনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ ।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের মঙ্গলবার যশোর আদালতে পাঠানো হয়েছে।
খুলনা গেজেট/ টি আই