যশোরের চৌগাছায় এবার পৌরসভার পর সারা উপজেলায় ৭ দিন ব্যাপি কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে করোনা প্রতিরোধ কমিটির এক জরুরী সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী এনামুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ড. মোঃ মোস্তানিছুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান,সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী,উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়,পৌর মেয়র নুর উদ্দিন আল মামুন হিমেল,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সবুজ , সহকারী কমিশনার ভূমি কাফি বিন কবির, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার লুৎফুন্নাহার লাকি, শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, ইউপি চেয়ারম্যান তবিবর রহমান খান, অবাইদুল ইসলাম, তোতা মিয়া, শেখ আনোয়ার হোসেন প্রমুখ ।
সভা থেকে জানানো হয় বিধি নিষেধ চলাকালীন সময় উপজেলার অভ্যন্তরীণ সকল রুটে গণ পরিবহন ও বাস বন্ধ থাকবে। তবে রোগী পরিবহণকারী এ্যাম্বুলেন্স, জরুরী পণ্য বহনকারী ট্রাক এবং জরুরী সেবাদানের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না। কাঁচা বাজার ফলের দোকান সকাল ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত খোলা থাকবে তবে কাঁচাবাজার উন্মুক্ত নির্ধারিত স্থানে বসাতে হবে। যে সকল ঔষধের দোকানের বৈধ লাইসেন্স আছে সে সকল দোকান ২৪ ঘন্টা খোলা থাকবে।
এছাড়া সকল দোকানপাট বন্ধ থাকবে। একই সাথে বন্ধ থাকবে সকল প্রকার খাবার হোটেল । জরুরী প্রয়োজন ব্যতীত ঘরের বাইরে বের হওয়া যাবেনা। বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করে বের হতে হবে।
খুলনা গেজেট/ টি আই