যশোর চৌগাছায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ( বালক অনুর্ধ-১৭) তৃতীয় দিনের খেলায় জয় পেয়েছে চৌগাছা পৌরসভা ও পাশাপোল ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ। সরকারী শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় পাশাপোল ফুটবল একাদশ ৩-১ গোলের ব্যবধানে সুখপুকুরিয়া ইউনিয়ন ফুটবল একাদশকে হারিয়ে জয় পাই।
বিকেল ৪ টায় অপর খেলায় অংশ নেয় চৌগাছা পৌরসভা ও সদর ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ। খেলার শুরুতে উভয় দলই আক্রমন পাল্টা আক্রমনের মধ্য দিয়ে খেলতে থাকে, কিন্তু বিরতীর আগে কোন দলই গোলের দেখা পাইনি। দ্বিতীয়ার্ধের খেলার শুরুতেই আক্রমনের গতি বাড়িয়ে দেয় পৌরসভার খেলোয়াড়রা, আর খেলার ৮ মিনিটের মাথায় ১১ নং জার্সি পরিহিত প্রান্ত দূর্দান্ত এক গোল করে পৌরসভা দলকে ১-০ তে এগিয়ে নেয়। গোল পরিশোধে মরিয়া চৌগাছা সদর ইউনিয়নের খেলোয়াড়রা একাধিক আক্রমন করেও কোন গোল করতে পারেনি। শেষ বাঁশি বাজার ১ মিনিট আগে বিজয়ী দলের সেই ১১ নং জার্সি পরিহিত প্রান্ত আরও একটি গোল করে ব্যবধান ২-০ করে। পরবর্তীতে আর কোন গোল না হওয়ায় ২-০ জয় নিয়ে মাঠ ছাড়ে পৌরসভা ফুটবল একাদশ।
অন্যদিনের খেলার মত সোমবারের খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন যথাক্রমে আব্দুল মমিন, লিটন হোসেন ও মোফাজ্জেল হোসেন মোফা। খেলায় উপজেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, পৌরসভার প্যানেল মেয়র, কাউন্সিলর, ইউপি চেয়ারম্যানসহ শতশত ক্রীড়ামোদি দর্শক মাঠে উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/ টি আই