খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  হবিগঞ্জের মাধবপুরে গাড়ির ধাক্কায় তিন নারী শ্রমিক নিহত
  সংস্কার কমিশন প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে ইসি, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা কঠিন : সিইসি

চৌগাছায় ফেন্সিডিল কারখানার সন্ধান, ২ নারী আটক

চৌগাছা প্রতিনিধি

যশোরের চৌগাছায় দুই লিটার এবং ১৬ বোতল ফেন্সিডিলসহ তানিয়া খাতুন (২৮) ও তাছলিমা খাতুন (২২) নামে দুই নারীকে গ্রেফতার করেছে চৌগাছা থানা পুলিশ। শনিবার বিকালে পৌরসভার (চৌগাছা-যশোর) সড়কে চৌগাছা সরকারি কলেজের সামনের সড়ক এবং উপজেলা সড়কের কাঁচামাল বাজারের পাশের একটি দ্বিতল ভবনের ২য় তলা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত তানিয়া খাতুন উপজেলার হাকিমপুর ইউনিয়নের বকসীপুর গ্রামের কাওছার আলীর স্ত্রী এবং তাছলিমা যশোর শহরের খড়কীর মৃত-পলাশের স্ত্রী। চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ জানান, তানিয়ার স্বামী কাওছার আলীও একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে চৌগাছা থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

চৌগাছা থানার এএসআই সুমন হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল ৪টার দিকে শহরের (চৌগাছা-যশোর) সড়কের চৌগাছা সরকারি কলেজের সামনে থেকে তাছলিমা খাতুনকে (২২) আটক করা হয়। এসময় তার ব্যবহৃত হাত ব্যাগ থেকে আট বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় চৌগাছা শহরের সেলিমের বাড়ির ভাড়াটিয়া তানিয়ার কাছ থেকে সে এই ফেন্সিডিল ক্রয় করেছে।

এই তথ্যের ভিত্তিতে বিকেল ৫টার দিকে থানার ওসি সাইফুল ইসলাম সবুজ, এসআই মেহেদী হাসান, এসআই রাজেশ কুমার দাস, এএসআই ইব্রাহীম রাসেলসহ পৌরসদরের উপজেলা সড়কের কাঁচামাল বাজারের অপরপাশের দ্বিতল ভবনের ২য় তলায় অভিযান চালানো হয়। অভিযানে ওই বাড়িতে আট বোতল ফেন্সিডিল, দুইটি মিনারেল ওয়াটারের বোতলে ভরা দুই লিটার ফেন্সিডিল জাতীয় পদার্থ, তিনটি ফেন্সিডিলের খালি বোতল, ২০টি কর্ক উদ্ধার করা হয়।

এএসআই সুমন জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে তানিয়া ফেন্সিডিল প্যাকিং করছিলো বলে জানিয়েছে। ধারনা করা হচ্ছে সে ভারত থেকে ফেন্সিডিল নিয়ে এসে নিজ বাড়িতে প্যাকিং করে মাদক ব্যবসায়ীদের কাছে পাইকারিতে বিক্রি করতো।

চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। সে মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। রবিবার তাদের আদালতে পাঠানো হবে। তিনি জানান গ্রেফতার তানিয়ার স্বামী কাওছার আলীও মাদক ব্যবসায়ী। তার নামে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

 

খুলনা গেজেট/এমএইচবি

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!