যশোরের চৌগাছায় নিবন্ধনবিহীন, হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স না থাকার অভিযোগে ৮৬ মোটরসাইকেল জব্দ করেছে যশোর ট্রাফিক পুলিশ।
শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত শহরের বিভিন্ন সড়কের মোড়ে ট্রাফিক পুলিশের টিএসআই সাইফুল ইসলাম ও এটিএসআই আবু জাফরের নেতৃত্বে অভিযান চালিয়ে মোটরসাইকেলগুলো জব্দ করা হয় এবং তাদের চালকদের নামে মামলা দেয়া হয়। জব্দ মোটরসাইকেলগুলোকে চৌগাছা থানায় সোপর্দ করা হয়েছে।
টিএসআই সাইফুল ইসলাম বলেন, নিবন্ধন না থাকা, হেলমেট ব্যবহার না করা ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় এসব মোটরসাইকেল জব্দ করা হয় এবং তাদের চালকদের নামে মামলা দেয়া হয়েছে।
চৌগাছা থানার এসআই বাচ্চু মিয়া বলেন, বিকেল পর্যন্ত ট্রাফিক পুলিশ ৮৬টি জব্দ মোটরসাইকেল সোপর্দ করেছেন।
এদিকে, মোটরসাইকেল ধরার কথা শুনে সারাদিন চৌগাছা বাজার অনেকটাই মোটরসাইকেল শূন্য ছিলো,খুব প্রয়োজন ছাড়া তেমন একটা মোটরসাইকেল আরোহীর দেখা পাওয়া যায়নি।
খুলনা গেজেট/ টি আই