যশোরের চৌগাছায় পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করে প্লাস্টিকের মোড়ক ব্যবহার করায় এক অটো রাইস মিলের মালিককে দশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুর দুইটার দিকে উপজেলার চৌগাছা-যশোর সড়কের মসিয়ূরনগরে অবস্থিত এবি এগ্রো নামের ওই অটোরাইচ মিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার নেতৃত্বে ভ্রম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় পাটজাত মোড়ক ব্যবহার না করে প্লাস্টিকের মোড়কে চাল প্যাকেজিং করায় মিলটির মালিককে দশ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা বলেন, পাটজাত মোড়ক ব্যবহার না করে প্লাস্টিকের মোড়কে প্যাকেজিং করায় ‘পণ্যে বাধ্যতামূলক পাটজাত মোড়ক ব্যবহার আইন-২০১০’ এর ১৪ ধারায় ওই মিল মালিকের কাছ থেকে দশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
খুলনা গেজেট/ এস আই