যশোরের চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আহবায়ক নির্বাচিত হয়েছেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী আব্দুল হামিদ। যুগ্ম আহবায়ক হয়েছেন আবু মুছা, শরিফুল ইসলাম ও এসএম মিলন।
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এমএ সালাম জানান, কমিটি গঠনকল্পে শনিবার (২৯ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত যশোর জেলা বিএনপির লালদীঘির পাড়স্থ কার্যালয়ে প্রত্যক্ষ ভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনে আহবায়ক পদে কাজী আব্দুল হামিদ ও আবু মুছা এবং যুগ্ম আহবায়ক পদে শরিফুল ইসলাম ও এসএম মিলন প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে কাজী আব্দুল হামিদ ও আবু মুছা উভয়েই ২১ ভোট করে পান। যুগ্ম আহবায়ক পদে শরিফুল ইসলাম পান ২৪ এবং এসএম মিলন পান ১৮ ভোট।
পরে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগীয়) অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, যশোর জেলা কমিটির আহবায়ক অধ্যাপিকা নার্গিস ইসলাম, সদস্য সচিব অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, জেলা বিএনপির সদস্য দেলোয়ার হোসেন খোকনসহ জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ঐক্যমতে কাজী আব্দুল হামিদকে আহবায়ক, আবু মুছাকে ১ নম্বর যুগ্ম আহবায়ক, শরিফুল ইসলামকে ২ নম্বর যুগ্ম আহবায়ক ও এসএম মিলনকে ৩ নম্বর যুগ্ম আহবায়ক হিসেবে ঘোষণা করেন। এসময় যশোর জেলা বিএনপির জেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
চৌগাছা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির নেতারা ২০১৯ সালে নির্বাচনের মাধ্যমে সুখপুকুরিয়া ইউনয়িন কমিটি গঠন করেন তখন আবু মুছা আহবায়ক নির্বাচিত হলেও একটি পক্ষ নির্বাচনে জালিয়াতি হয়েছে অভিযোগ করে কমিটি মেনে নেননি। পরে যশোর জেলা কমিটির দু’জন নেতাকে তদারকির দায়িত্ব দিয়ে ওই কমিটি গঠনের দায়িত্ব দেয়া হয়।
খুলনা গেজেট/ টি আই