যশোরের চৌগাছায় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে মাছচাষী হেলাল উদ্দীন (৪৮) গুরুতর জখম হয়েছেন। হামলায় তার দু’টি পা ভেঙ্গে গেছে ও শরীরের বিভিন্ন স্থান আঘাতপ্রাপ্ত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা বাটিকামারি গ্রামে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে প্রথমে চৌগাছা হাসপাতালে ও পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
আহতের স্বজনরা জানান, শুক্রবার হেলালউদ্দীন বাটিকামারি গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেল যোগে চৌগাছা বাজারের দিকে যাচ্ছিলেন। পথে গ্রামের রাস্তায় সন্ত্রাসীরা ওৎ পেতে ছিল। এক পর্যায়ে তিনি গ্রামের রাস্তার মোড়ে পৌছালে আন্দারকোটা গ্রামের মিজানের নেতৃত্বে বাটিকামারি গ্রামের জয়নাল, সাদ্দাম, সিরাজুল, সোহেল, শাহীন, মহাসীন, জমিস, আসাদুলসহ ১০/১২ জন সন্ত্রাসী দেশিয় অস্ত্র দা, কুড়াল ও লাঠি নিয়ে হেলাল উদ্দীনের উপর হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে তার হোন্ডা মোটরসাইকেলটি ভাঙচুর করে। হামলায় হেলাল উদ্দীন অজ্ঞান অবস্থায় পড়ে থাকে। সন্ত্রাসীরা চলে যাবার পর স্থানীরা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত যশোর হাসপাতালে রেফার করেন। স্থানীয়রা জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরেই এ হামলা চালানো হয়েছে। এ ঘটনার পরই থানা পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। একই সাথে ভাঙচুরকৃত মোটরসাইকেলটি জব্দ করেছে।
এ ব্যাপারে চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, ঘটনার পরই পুলিশ পাঠানো হয়েছে। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনাটি ঘটেছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুলনা গেজেট/কেডি