যশােরের চৌগাছায় এম এম এগ্রাে ফার্মে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন। উপজেলার বেড়গাবিন্দপুর গ্রামে অবস্থিত ফার্মে সোমবার (২১ অক্টোবর) বিকালে এ অভিযান পরিচালনা করেন।
এ সময় সরকারি বেধে দেয়া দামের চেয়ে বেশি দরে ডিম বিক্রির অপরাধে ফার্ম মালিক মিলন হােসেনকে ১৫ হাজার টাকা অর্থদন্ড করেন আদালত।
সহকারী কমিশনার তাসমিন জাহান বলেন, কৃষি বিপনন্ন আইন ২০১৮ লংঘন করে উৎপাদক, পাইকারী ও খুচরা পর্যায়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দরে ডিম বিক্রির অপরাধে ফার্ম মালিককে জরিমানার আওতায় আনা হয়েছে।
খুলনা গেজেট/এএজে