বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে ম্যানচেস্টার সিটির। এর মাঝে ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়িয়েছে নরওয়েজিয়ান তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডের ইনজুরি। তার মাঠে ফিরতে সাত সপ্তাহের সময় লাগতে পারে বলে জানালেন ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা।
রোববার (৩০ মার্চ) এফএ কাপের কোয়ার্টার ফাইনালে বোর্নমাউথকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ম্যানসিটি। ম্যাচের ৪৯ মিনিটে গোলও করেন হালান্ড। তবে গোল করার কয়েক মিনিট পর প্রতিপক্ষের ডিফেন্ডার লুইস কুক তাক বাজেভাবে ট্যাকল করলে গোড়ালিতে চোট পান তিনি।
শুরুতে প্রাথমিক চিকিৎসা নিয়ে মাঠে ফিরলেও টিকতে পারেননি ব্যথায়। চোটের গভীরতা টের পাওয়া যায় ম্যাচ শেষে। একটি ছবিতে দেখা যায় ক্রাচে ভর দিয়ে হাঁটছেন দলের অন্যতম সেরা এই তারকা।
বুধবার (২ এপ্রিল) রাতে নিজেদের ঘরের মাঠে লেস্টার সিটির মোকাবিলা করবে ম্যানসিটি। প্রিমিয়ার লিগের ম্যাচটির আগে হালান্ডের ইনজুরি প্রসঙ্গে গার্দিওলা বলেন, ‘চিকিৎসকরা আমাকে বলেছে যে, (হালান্ডের মাঠে ফিরতে) অন্তত পাঁচ থেকে সর্বোচ্চ সাত সপ্তাহের মতো সময় লাগবে। binjaitoto তাই আশা করি, মৌসুমের শেষ দিকে অথবা ক্লাব বিশ্বকাপের আগে সে সুস্থ হয়ে উঠবে।’
ম্যানসিটি দল হিসেবে ভালো না করলেও বেশ ছন্দে ছিলেন হালান্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে ৪০ ম্যাচে ৩০ গোল করেছেন তিনি।
খুলনা গেজেট/জেএম