খুলনা, বাংলাদেশ | ১৯ ফাল্গুন, ১৪৩১ | ৪ মার্চ, ২০২৫

Breaking News

  দিনাজপুরে কাভার্ডভ্যান-ইজিবাইক সংঘর্ষে নিহত ২
  রাজধানীর শাহজাদপুরের আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে চারজনের মৃত্যু
  সাবেক ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা
  প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ বাতিলের রায় স্থগিত : আপিল বিভাগ

চোটের পর পদ্ম কি এখন সুস্থ, যা বললেন পরীমনি

বিনোদন ডেস্ক

গুরুতর চোট পেয়েছিল ঢালিউড অভিনেত্রী পরীমনির ছেলে পদ্ম। চোখ ফুলে বন্ধ হয়ে গিয়েছিল তার। দ্রুতই হাসপাতালে নিয়ে যান অভিনেত্রী। গতকাল রোববার দেখা গেছে, পদ্ম মায়ের সঙ্গে নৌকায় চেপে ছুটির মেজাজে।

যারা কয়েক দিন আগে পদ্মকে দেখেছেন, তারা আঁতকে উঠেছিলেন। গুরুতর চোট পেয়ে পরীমনির একরত্তি সন্তানের ডান দিকের চোখ প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী তড়িঘড়ি ছেলেকে নিয়ে হাসপাতালে ছুটে যান। পাঁচ দিনের মাথায় সেই ছেলে মায়ের সঙ্গে সকাল সকাল মাঝ নদীতে, নৌকাবিহারে!

শুধু নৌকাবিহার হলেও কথা ছিল, রীতিমতো খেলনা নিয়ে লম্ফঝম্প শুরু করে দিয়েছে পদ্ম। যাদেরই দেখছে, মামা সম্বোধন করছে। দেখে শুনে এ অভিনেত্রীর দাবি- সবাই ওর মামা।

পদ্ম কীভাবে চোট পেয়ে চোখে আঘাত পেয়েছিল? মারাত্মকভাবে তার চোখ ফুলে গিয়েছিল? অথচ পরীকে তার বাড়ির কেউ সদুত্তর দিতে পারেননি, যা অভিনেত্রী পরে সামাজিকমাধ্যমে লেখেন। তিনি যে পরিজনদের আচরণে হতাশ, সে কথাও স্পষ্ট ভাষায় লিখতে ভোলেননি। এর তিন দিন পরেই অবশ্য পদ্ম উঠে বসেছে। হাতে দুধের গ্লাস নিয়ে সাইকেলে চেপে বনবন চক্কর কেটেছে বাড়ির ভেতরেই। রোববার সে মায়ের সঙ্গে বেড়াতে বেরিয়ে পড়েছে।

মা-ছেলের ভ্রমণের ঝলক সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমনির পাতায় ভাইরাল। সম্ভবত মাঝ দরিয়ায় দাঁড় করানো নৌকাটি। ছোট ছোট ঢেউ নৌকার গায়ে এসে পড়ছে। তাতে অল্প দুলে উঠছে সেটি। শীত শুরুর মিঠে রোদের আমেজ গায়ে মেখে পদ্ম রকমারি খেলনা নিয়ে মেতে উঠেছে খেলায়। খেলতে খেলতেই একসময় সে পরীমনির সহকারীর কোলে। তাকেই তার ‘মামা’ সম্বোধন।

পরীর দাবি, তিনি ছেলেকে এই সম্বোধন সেখাননি। ছেলে নিজের বুদ্ধিতেই যে কোনো পুরুষকে মায়ের ভাই পাতিয়ে নিচ্ছে!

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!