খুলনা, বাংলাদেশ | ২ মাঘ, ১৪৩১ | ১৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  সর্বদলীয় বৈঠক : বিএনপি-জামায়াতের প্রতিনিধি দল যমুনায়
  শুধু ওয়াদা নয়, ন্যায্য স্বাধীনতা প্রতিষ্ঠায় জামায়াতের রাজনীতি : ডা. শফিকুর
  ১৭ বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফু্জ্জামান বাবর
  দেশে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) আক্রান্ত নারীর মৃত্যু

চোটের কারণে মাঠের বাইরে ছিটকে গেলেন এবাদত

ক্রীড়া ডেস্ক

তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের চোটের পর ইঞ্জুরির শিকার হয়েছেন টেস্ট দলের আরেক পেসার এবাদত হোসেন চৌধুরী। চোটের কারণে আপাতত মাঠের বাইরে ছিটকে পড়েছেন তিনি।

চোটের কারণে চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আর অংশ নেওয়া হবে না এবাদতের। বৃহস্পতিবার (২১ এপ্রিল) রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে ফিল্ডিং করার সময় হাতে চোট পান এবাদত। রূপগঞ্জ টাইগার্সের ইনিংসের ৪৯তম ওভারে বল করার সময় নাসুম আহমেদের একটি শট আটকানোর চেষ্টা করেন। সোজা ব্যাটে খেলা বল দ্রুতগতিতে শরীরের দিকে ধেয়ে আসলে হাত দিয়ে বল আটকাতে গিয়ে ব্যথা পান। এরপর মাঠ ছেড়ে চলে যেতে হয় এবাদতকে।

বর্তমানে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল টিমের তত্ত্বাবধানে আছেন। ডানহাতি এই পেসারের ডান হাতে দুই আঙুলের মাঝখানে ফাটল দেখা দিয়েছে। মেডিকেল টিম তাকে ঢাকা প্রিমিয়ার লিগ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন। শ্রীলঙ্কা সিরিজের আগে এবাদত সুস্থ হয়ে উঠবেন কি না তা নিশ্চিত নয়।

চোটের কারণে তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের শ্রীলঙ্কা সিরিজে অংশ নেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এমন পরিস্থিতিতে এবাদতের চোটও বাড়াল দুশ্চিন্তা। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পেস বোলিং ইউনিট নজরকাড়া সাফল্য পেয়েছে। তাতে মূল অবদান ছিল তাসকিন, শরিফুল, এবাদতের। এবাদতের হাত ধরেই এ বছরের শুরুতে মাউন্ট মঙ্গানুই টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক জয় পেয়েছিল টাইগাররা।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!