কবি নাসের হোসেন ও কবি উৎপল কুমার গুপ্তের মৃত্যুর পর চলে গেলেন পশ্চিমবঙ্গের আরেক কবি সৈয়দ মতীন হায়দার ।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ছিয়াশি ।বুধবার তার জানাজা হল মুর্শিদাবাদের কান্দী থানার খোসবাসপুর গ্রামে ।
প্রয়াত কবি সৈয়দ মতীন হায়দার ছিলেন পশ্চিমবঙ্গের কিংবদন্তী সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজের ভাই। বাবা সৈয়দ আব্দুর রহমান ফেরদৌসী ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামী ও বিশিষ্ট সাহিত্যিক । তাই তাকে সমাধিস্থ করা হয় খোসবাসপুর গ্রামের পারিবারিক কবরস্থানে। বর্ষীয়ান এই সম্প্রীতি ও মানবতাবাদী কবির মৃত্যুতে কলকাতা ও মুর্শিদাবাদের সাহিত্য মহলে নেমে এসেছে গভীর শোকের ছায়া । এক সাংস্কৃতিক পরিবেশে তিনি বেড়ে ওঠেন। তাদের এই সৈয়দ পরিবারে কবি- সাহিত্যিক – সাংবাদিক- চিত্রশিল্পীতে ছড়াছড়ি । বেশ কিছুদিন আগে এক দুর্ঘটনা জনিত কারণে তিনি গুরুতর আহত হন। তাকে চিকিৎসার জন্য আনা হয় কলকাতার জিসান হাসপাতালে । সেখান থেকে আনা হয় কলকাতার সৈনিক হাসপাতালে । তার দুই ছেলে অবসরপ্রাপ্ত সেনাবাহিনী বলে সেখানে বিশেষ যত্নের সঙ্গে চিকিৎসা করা হয় । ওখান থেকে সুস্থ হয়ে তিনি মুর্শিদাবাদের গ্রামে ফিরে যান। হঠাত তিনি অসুস্থ হওয়ায় তাকে গ্রামের পাশেই গোকর্ণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আপসহীন কবি- লেখক সৈয়দ মতীন হায়দারের প্রয়াণে মুর্শিদাবাদ হারালো এক সুসন্তানকে।
খুলনা গেজেট/ টি আই