চেক প্রজতন্ত্রে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন শিশুসহ নিহত হয়েছেন অন্তত ১১ জন। শনিবার (৮ আগস্ট) দেশটির রাজধানী প্রাগ থেকে ৩’শ কিলোমিটার দূরে পোল্যান্ড সীমান্তবর্তী বোহামিন শহরের একটি ১৩ তলা ভবনে আগুনে হতাহতের ঘটনা ঘটে। দমকলকর্মীরা জানিয়েছে, আগুনের ভয়ে ভবন থেকে লাফিয়ে পড়ে প্রাণ হারিয়েছেন ভবনের পাঁচ বাসিন্দা।
স্থানীয় পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ভবনটিতে ইচ্ছাকৃতভাবে আগুন দেয়া হয়েছিল। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। দমকলকর্মীরা বার্তা সংস্থা এএফপি’কে জানিয়েছেন, বোহামিন টাউন হলের মালিকানাধীন ভবনটির ১১ তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
চেক স্বরাষ্ট্রমন্ত্রী জ্যান হ্যামাসেক জানিয়েছেন, আগুনের ঘটনায় আতঙ্কিত হয়ে ১২ তলা থেকে লাফিয়ে পড়ে আরও পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া উদ্ধারকাজে অংশ নেয়া এক দমকল কর্মী গুরুতর আহত হন। অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনাকে ট্র্যাজেডি উল্লেখ করে গভীর শোক জানিয়েছেন চেক স্বরাষ্ট্রমন্ত্রী।
খুলনা গেজেট/এআইএন