খুলনা, বাংলাদেশ | ১২ মাঘ, ১৪৩১ | ২৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নরসিংদীতে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১০ জন
  মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম সফিউল্লাহ আর নেই
  সমালোচনার মুখে বাংলা একাডেমি পুরস্কারের তালিকা স্থগিত

চুয়াডাঙ্গায় ২৪ ঘন্টায় ৭ জনের মৃত্যু

গেজেট ডেস্ক

চুয়াডাঙ্গায় করোনাভাইরাসের সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৬ জনে। এ দিন ৪০ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৩ হাজার ৫১৩ জন।

শনিবার সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এএসএম ফাতেহ আকরাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় করোনায় দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় উপসর্গ নিয়ে মারা গেছেন আরও পাঁচজন। শুক্রবার রাতে জেলা স্বাস্থ্য বিভাগের কাছে ৪০ জনের নমুনা পরীক্ষার ফলাফল আসে। এর মধ্যে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ১৪ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদরের ছয়জন, আলমডাঙ্গার পাঁচজন এবং জীবননগরের তিনজন রয়েছেন।

করোনায় মারা যাওয়া একজন জীবননগর এবং একজন আলমডাঙ্গার বাসিন্দা। উপসর্গ নিয়ে মারা যাওয়া তিনজন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের হলুদ জোনে চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে একজন জেলার বাইরে ও একজন উপসর্গ নিয়ে বাড়িতে মারা গেছেন। এ পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে ৯৬ জনের ও জেলার বাইরে ১৪ জনের।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!