চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী কার্পাসডাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবুল কালাম (৫২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আবুল কালাম উপজেলার কার্পাসডাঙ্গা বাজারের হার্ডওয়ার ব্যবসায়ী। সে ধান্যঘরা গ্রামের মৃত নেছার আলীর ছেলে। রোববার রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ জানায়, আবুল কালাম নিজ বাড়ি ধান্যঘরা থেকে সন্ধ্যায় মোটরসাইকেলযোগে ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। এসময় অপর দিক থেকে শাকিল ও হাসিবুল মোটরসাইকেল যোগে কুড়ালগাছির দিকে যাওয়ার সময় কার্পাসডাঙ্গা নতুনপাড়ার মোড় নামক স্থানে পৌঁছালে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আবুল কালাম মোটরসাইকেলে থেকে ছিটকে পিচ সড়কের উপর ছিটকে পড়ে মারাত্মক আহত হয়।স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে সে মারা য়ায়।
সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. উৎপলা বিশ্বাস বলেন, জরুরি বিভাগের নেয়ার কিছু সময় পর চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধ মারা যায়।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
খুলনা গেজেট/এনএম