চুয়াডাঙ্গার জীবননগরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মুড়ি তৈরি করায় এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার(৫ মার্চ) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় অভিযান পরিচালনা করে ভাই ভাই মুড়ি ফ্যাক্টরির মালিক মো. নাজমুস সাকিবকে এ জরিমানা করেন।
জাতীয় ভোক্তা অধিকার সূত্রে জানা গেছে, উপজেলার ইসলামপুর ও চ্যাংখালী রোডে অভিযান পরিচালনা করে। এ সময়ে মেসার্স সরকার ট্রেডার্সের ভাই ভাই মুড়ি ফ্যাক্টরিকে অস্বাস্থ্যকর পরিবেশ, ইদুরের বিষ্ঠা মিশ্রিত চাউলে মুুড়ি ও মুড়িতে নিষিদ্ধ ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহার করার অভিযোগে প্রতিষ্ঠান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা এবং ৩ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো: আনিসুর রহমান ও থানা পুলিশের একটি দল।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, ‘আমরা প্রতিনিয়ত বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালাচ্ছি। কোনো অসংগতি ধরা পড়লে জরিমানা করা হচ্ছে। এসব অভিযান অব্যাহত থাকবে।’
খুলনা গেজেট/ এসজেড