খুলনা, বাংলাদেশ | ২১ পৌষ, ১৪৩১ | ৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত সচিবালয়ের ৭ নম্বর ভবনটি খুলে দেয়া হয়েছে, প্রথম থেকে পঞ্চম তলা পর্যন্ত অফিস চালু
  আপিল খারিজ, তারেক রহমানের চার মামলা বাতিলের রায় বহাল

চুয়াডাঙ্গায় মাটির ঘরে একসাথে ৩৫ গোখরা !

গে‌জেট ডেস্ক

একটি বা দুটি নয়, একে একে উদ্ধার হলো ৩৫টির বেশি বিষধর গোখরা সাপ। চমকে যাওয়ারই কথা। একটি বাড়ি থেকে একসঙ্গে এতগুলি সাপ উদ্ধার হওয়ায় গ্রামজুড়ে আতঙ্ক শুরু হয়েছে। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুতুবপুরে একটি বাড়ি থেকে ৩৫টির অধিক বিষধর গোখরার বড়-ছোট বাচ্চা ও ডিম উদ্ধার করা হয়েছে।

শনিবার (৯ জুলাই) রাতে উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর গ্রামের জমছের মহলদারের মাটির ঘর থেকে উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুতুবপুর গ্রামের ইউপি সদস্য আব্দুর রাজ্জাক। তিনি বলেন, জমছের মহলদার এই বাড়িতে থাকে না। প্রতিবেশি একজন ওই বাড়ির রান্নাঘরে বসবাস করে। যিনি থাকেন তিনিও কখনো দেখেননি সাপগুলোকে।

শনিবার রাতে জমছেদ তার বাড়িতে এলে সাপের উপস্থিতি দেখতে পান। এরপর একে একে ৩৫টির অধিক বিষধর গোখড়ার বড়-ছোট সাপ ও ডিম উদ্ধার করেন। পরে সাপগুলো মেরে ফেলা হয়। আমাদের গ্রামে কখনো একসঙ্গে এত সাপ দেখা যায়নি। এ নিয়ে গ্রামে আতঙ্ক বিরাজ করছে।

চুয়াডাঙ্গা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, সাপগুলো মেরে না ফেলে জঙ্গলে ছেড়ে দেওয়া উচিৎ ছিল। সচেতনতার অভাব। সাপ হত্যা বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে দণ্ডনীয় অপরাধ। বিষয়টি দামুড়হুদা উপজেলা বন কর্মকর্তা মো. রকিব উদ্দীনকে খোঁজখবর নেওয়ার জন্য নির্দেশনা দিব। সত্যতা পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!