চুয়াডাঙ্গা শহরে প্রতিপক্ষের লোকজনের কোপে জখম হয়েছেন স্থানীয় এক যুবলীগ নেতা। পৌর এলাকার ইসলামপাড়ায় বিট পুলিশের অস্থায়ী কার্যালয়ের সামনে বুধবার রাত ১১টার দিকে এ হামলা হয়।
কোপে গুরুতর আহত ব্যক্তির নাম সিরাজুল ইসলাম মিন্টু। তিনি চুয়াডাঙ্গা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।
মিন্টুর ছোট ভাই রাজু আহমেদ বলেন, ‘কিছুদিন থেকে চুয়াডাঙ্গা শহরের ছাগল উন্নয়ন খামারের কাছে সাইকেল হাটের আধিপত্যকে কেন্দ্র করে যুবলীগের দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বুধবার রাতে মিন্টুর ওপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এ সময় ইসলামপাড়ার অস্থায়ী বিট পুলিশ অফিসের সামনে মিন্টুকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করে তারা। পরে স্থানীয়রা মিন্টুকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক সাজিদ হাসান জানান, মিন্টুর শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য সেলাই দেয়া হয়েছে। তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুর্নবাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম জানান, বিরোধের জেরে শহরের দুটি বিবাদমান গ্রুপের মধ্যে এ হামলা হয়। ঘটনায় জড়িতদের আটকে অভিযান চলছে।
হামলার প্রতিবাদ জানিয়ে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মেহেদী হাসান হিমেল মল্লিক বলেন, মিন্টুকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে।
খুলনা গেজেট/এনএম