চুয়াডাঙ্গার সদর থানাধীন আরাম পাড়া এলাকায় থেকে কিশোর গ্যাং এর ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে ৭টি মোবাইল ১৪টি সীমকার্ড উদ্ধার করা হয়।
র্যাবের দেওয়া তথ্যে জানা যায়, সোমবার (২৭ ডিসেম্বর) গোয়েন্দা তথ্যের মাধ্যমে র্যাব জানতে পারে চুয়াডাঙ্গা জেলার সদর থানাধীন আরাম পাড়া এলাকায় কতিপয় কিশোর গ্যাং এর সক্রিয় সদস্য বিভিন্ন অনৈতিক কার্যক্রমের জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা তথ্যের সত্যতা যাচাই ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি রাত সাড়ে ৯ টায় চুয়াডাঙ্গার আরাম পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে উগ্রপ্রকৃতির কিশোর গ্যাং এর সদস্যকে আটক করে।
কিশোর গ্যাং সদস্যরা প্রাথমিক জিঙ্গাসাবাদে তাদের অপরাধ স্বীকার করে এবং সংশোধনের জন্য র্যাবের নিকট প্রতিশ্রুতি দেয়।
পরবর্তীতে গ্রেপ্তারকৃত কিশোর গ্যাং এর সদস্যদের চুয়াডাঙ্গা জেলার সদর থানার সমাজ সেবা অধিদপ্তর, সিজিএম কোর্ট এর প্রবেশন অফিসারের নিকট হস্তান্তর করা হয়।
খুলনা গেজেট/ এস আই