চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এদিন নতুন করে ১১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৭৭০ জন। ২৪ ঘণ্টায় জেলায় সুস্থ হয়েছেন ৫৯ জন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হলেন ৩ হাজার ৬৬৫ জন।
রোববার (২৫ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এএসএম ফাতেহ আকরাম।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন পাঁচজন। উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচজনই সদর হাসপাতালের হলুদ জোনে চিকিৎসাধীন ছিলেন।
রোববার চুয়াডাঙ্গায় ৫০৩ জনের নমুনা পরীক্ষা করে ১১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৬৪ জন, আলমডাঙ্গায় ১৫ জন, দামুড়হুদায় ২২ জন এবং জীবননগরে ৯ জন রয়েছেন। এ পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে ১৫০ জনের এবং জেলার বাইরে ১৭ জনের।
রোববার জেলা স্বাস্থ্য বিভাগ নতুন ৪৮৯ জনের নমুনা সংগ্রহ করে সংশ্লিষ্ট ল্যাবে পাঠিয়েছে। এ নিয়ে মোট নমুনা পাঠানো হয়েছে ২১ হাজার ১৫৪ জনের। এ দিন ৫০৩ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এ নিয়ে মোট ফলাফল পাওয়া গেছে ২ হাজার ০৫ জনের। জেলায় মোট সক্রিয় রোগীর মধ্যে হাসপাতালে ১০৪ জন, বাড়িতে আছেন ১ হাজার ৮৩৪ জন চিকিৎসাধীন রয়েছেন।
খুলনা গেজেট/ টি আই