খুলনা, বাংলাদেশ | ১৩ মাঘ, ১৪৩১ | ২৭ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বেতনের সাথে অবসর ভাতা দেয়াসহ বিভিন্ন দাবি পূরণ না হওয়ায় আজ মধ্যরাত থেকে ট্রেন না চালানোর ঘোষণা রেলের রানিং স্টাফদের
  ঢাবির প্রো-ভিসির পদত্যাগ চেয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম সাত কলেজের শিক্ষার্থীদের

চুয়াডাঙ্গার তন্ময় চট্টগ্রামে ছুরিকাঘাতে খুন

গেজেট ডেস্ক

চট্টগ্রাম নগরীর খুলশী থানার লালখান বাজারের চাঁন মারি এলাকায় ছুরিকাঘাতে এসএম মঈন উদ্দিন তন্ময় (৩০) নামে এক যুবক খুন হয়েছেন। সোমবার ( ৩১ জানুয়ারি) বিকেলে নগরীর খুলশী থানার হাইপেরিয়ন ভবনের তৃতীয় তলায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা। এ ঘটনায় নিহার রিচিল (৫১) নামে একজনকে আটক করেছে পুলিশ।

নিহত তন্ময়ের বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলায়। চট্টগ্রামে ‘তিলোত্তমা চিটাগং’ নামে একটি টাইলস প্রতিষ্ঠানে চাকরি করতেন তিনি।

পুলিশ কর্মকর্তা সন্তোষ কুমার চাকমা বলেন, যে বাসায় তন্ময় খুন হয়েছেন, হাইপেরিয়ান ভবনের তৃতীয় তলায় ‘তিলোত্তমা চিটাগং’য়ে কর্মরত পাঁচ-ছয়জন সেখানে থাকতেন। ওই বাসায় বাবুর্চির কাজ করতেন নিহার রিচিল। বিকেলে তন্ময়ের সঙ্গে নিহারের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় নিহার ছুরি দিয়ে তন্ময়কে আঘাত করে। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের পরপরই নিহারকে আটক করা হয়েছে।

 

খেুলনা গেজেট/এএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!