লকডাউনের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণে চুলকাঠি বাজার পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন এবং উপজেলা নির্বাহী অফিসার মো: মোছাব্বেরুল ইসলাম। আজ মঙ্গলবার (০৬ এপ্রিল) সকালে তারা বাজারটি পরিদর্শনে আসেন।
লকডাউনে সমগ্র বাগেরহাটের সকল কার্যক্রম সীমিত করার লক্ষ্যে স্বাস্থ্যবিধি মানা, সামাজিক দুরত্ব বজায় রাখা , মাস্ক ব্যবহার, হাট-বাজারের কার্যক্রম সীমিত করন সহ সরকারের প্রয়োগকৃত বিধি নিষেধের সাথে মিল রেখে বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি বাজারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণে তারা বাজার পরিদর্শনে আসেন।
বাজার পরিদর্শন শেষে পরিদর্শকগণ বাজার কমিটির সদস্য, ব্যবসায়ী ও সুধী সমাজের নেতৃবৃন্দের সাথে সরকারি বিধি নিষেধের বিষয়ে আলোচনা করেন। আলোচনায় জনসমাগম এড়িয়ে লকডাউনে জরুরী কার্যক্রম সীমিত করতে, বাজারের বিভিন্ন দোকানগুলিকে ফাঁকা স্থানে স্থানান্তর করার বিষয়ে গুরুত্বারোপ করেন তারা।
এ সময় উক্তস্থানে খানপুর ইউপি চেয়ারম্যান ফকির ফহম উদ্দিন, রাখালগাছি ইউপি চেয়ারম্যান শেখ আবু শামীম আছনু, বাগেরহাট পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর কাজি তৌহিদুর রহমান জনি, চুলকাঠি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ উপ-পরিদর্শক মো: ওলিয়ার রহমান, বাজার কমিটির সভাপতি মুরারী কৃষ্ণ নন্দী, সাধারন সম্পাদক ফকির মনিরুজ্জামান, ডা: দিলিপ দেবনাথ, কমলেশ সাধু, আলহাজ্ব আ: খালেক শেখ, চিন্ময় দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/এস আই