বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি এলাকায় একটি ফায়ার সার্ভিস ষ্টেশন স্থাপনের উদ্যোগ নিয়েছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে একটি সুপারিশও পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সাংসদের একান্ত সচিব এইচ এম শাহিন মিয়া।
জানা যায়, চুলকাঠি বাজার একটি বড় ব্যবসায়ী কেন্দ্র। এই এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটলে বাগেরহাট, খুলনা অথবা মংলা থেকে ফায়ার সার্ভিসের সেবা নিতে হয়। কিন্তু দূরত্ব বেশী হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি আসতে দেরী হয়ে যায়। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায়।
তাই অত্র এলাকার নিরাপত্তা ও এলাকাবাসীর সুবিধার্থে সংসদ সদস্য শেখ তন্ময় চুলকাঠি এলাকায় একটি ফায়ার সার্ভিস ষ্টেশন স্থাপনের উদ্যোগ নিয়েছেন। তার একান্ত সচিব জানিয়েছেন, বাগেরহাটের উন্নয়ন নিয়ে সাংসদের বিভিন্ন পরিকল্পনা আছে।চুলকাঠি এলাকায় ফায়ার সার্ভিস ষ্টেশন অত্যন্ত জরুরী বলে তিনি অনুধাবন করেছেন। তাই তিনি এ বিষয়ে একটি সুপারিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছেন।
খুলনা গেজেট / এনআইআর