নগরীর বাগমারা এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডের ঘটনায় থানায় মামলা হয়েছে। রোববার (৪ মে) সন্ধ্যায় দুর্বৃত্তের গুলিতে আহত আজিজের বাবা এ মামলা দায়ের করেন। এর আগে রোববার দুপুরে বাগমারা এলাকার একটি দোকান চুরির ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় সংঘর্ষ হয়। সংঘর্ষে একজন গুলিবিদ্ধ এবং অপর তিনজনকে কুপিয়ে গুরুতর আহত করে স্থানীয় দুর্বৃত্তরা।
খুলনা থানার এসআই নান্নু বলেন, পূর্ব শত্রুতা এবং ছেলে আজিজকে গুলি করার অভিযোগ এনে পিতা খলিল শেখ ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন, যার নং ৪। এ ঘটনার সাথে সম্পৃক্ত কাউকে এখনও পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। তবে সংশ্লিষ্টদের গ্রেপ্তারের জন্য ওই এলাকার বিভিন্নস্থানে অভিযান চালানো হচ্ছে। আজিজের বুকের ডানপাশে গুলিবিদ্ধ হওয়ার কারণে চিকিৎসা খুলনা দেওয়া হয়নি। তার উন্নত চিকিৎসার জন্য দুপুরে তাকে ঢাকার উদ্দেশ্যে নেওয়া হয়।
উল্লেখ্য, শনিবার (৩ মে) দিনগত রাতে খুলনা নগরীর বাগমারা এলাকার একটি মুদি দোকান শিরীন ষ্টোরে চুরি সংগঠিত হয়। ওই ঘটনায় স্থানীয়রা দু’যুবককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ তাদের কাছ থেকে ওই দোকানের চুরি হওয়া মালামাল উদ্ধার করে।
পরবর্তীতে রোববার (৪ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে ওই ঘটনার জের ধরে বাগমার এলাকায় লঙ্কাকান্ড হয়। স্থানীয় এক সন্ত্রাসীর গুলিতে ওই এলাকার খলিল শেখের ছেলে আজিজ গুলিবিদ্ধ হয়। তার চিকিৎসা খুলনাতে না হওয়ায় দুুপুরে তাকে ঢাকার উদ্দেশ্যে নেওয়া হয়। আর বাকী তিনজনকে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে জখম করে ওই স্থানীয় সন্ত্রাসী চক্রটি। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
খুলনা গেজেট/এএজে