খুলনা, বাংলাদেশ | ১৩ মাঘ, ১৪৩১ | ২৭ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা স্থগিত

চুয়াডাঙ্গায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

গেজেট ডেস্ক 

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বজ্রপাতে সাকের আলী (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২ অক্টোবর) আলমডাঙ্গা উপজেলার পুটিমারী গ্রামের গাংনী বিলের মাঠে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাকের আলী উপজেলার জেহালা ইউনিয়নের পুটিমারী গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য লিপন হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, কৃষিকাজ শেষে ফেরার পথে বজ্রপাতে একজন মারা গেছে বলে শুনেছি।

পরিবারের সদস্যরা জানান, আজ সকালে বাড়ির পাশে গাংনির বিলের মাঠে কৃষিকাজ শেষে বাড়িতে ফিরছিলেন সাকের আলী। এ সময় বজ্রসহ বৃষ্টি শুরু হলে ঘটনাস্থলেই বজ্রপাতে তার মৃত্যু হয়। সাকের আলীর শরীরের বামপাশ ও মুখমণ্ডল পুড়ে গেছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!