চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার পানিতে ডুবে আরবী খাতুন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।সোমবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ইসলামপাড়ায় মাথাভাঙ্গা নদীতে এ ঘটনা ঘটে।
আরবী খাতুন ইসলামপাড়ার ইমনের মেয়ে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
আরবীর বড় ভাই অনিক এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ সকালে আরবী বন্ধুদের সাথে মাথাভাঙ্গা নদীতে মাছ ধরতে যায়। এ সময় হঠাৎ পানিতে পড়ে ডুবে যায়। খবর পেয়ে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক আরবীকে মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন বলেন, পরিবারের স্বজনরা আরবীকে মৃত অবস্থায় জরুরি বিভাগে নিয়ে এসেছিলেন। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
খুলনা গেজেট/এএজে