খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

চুনা নদীর বেড়িবাঁধে ভয়াবহ ধস, ভাঙন আতংকে স্থানীয়রা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার শ্যামনগর উপকূলের চুনা নদীর বেড়িবাঁধে ভয়াবহ ধস দেখা দিয়েছে। এতে বেড়িবাঁধের উপর নির্মিত ইটের সোলিংয়ের রাস্তার মাঝ বরাবর বৃহদাকৃতির গর্তের  সৃষ্টি হয়েছে। ফলে স্থানীয়দের মাঝে দেখা দিয়েছ আতংক।

বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ি বাজারে পাশে এই ধস নামে।

স্থানীয়রা জানান, অতিরিক্ত জোয়ারের চাপে দুপুরের দিকে চুনা নদীর বাঁধে মাঝ বরাবর ধস নামে। এতে বেশ কিছু জায়গাজুড়ে দেবে গেছে। দ্রুততম সময়ের মধ্যে দেবে যাওয়া বাঁধ সংস্কার করা না হলে বাঁধ ভেঙে প্লাবিত হতে পারে গোটা এলাকা।

স্থানীয়রা আরও জানান, চুনা নদীর যে স্থানে ফাঁটল দেখা দিয়েছে সেখানে আগে থেকে ঘেরে পানি তোলার জন্য একটি মিনি স্লুইস গেট ছিল। বিষয়টি পাউবো কর্মকর্তাদের অবগত করলে গেটটি বন্ধ করে দেয়া হয়। কিন্তু অসাধু ঘের ব্যবসায়ীরা রাতের আধারে সেখান থেকে পুনারায় পানি তোলার জন্য পাইপ বসায়। এতে অতিরিক্ত জোয়ারের চাপে দেবে গেছে।

স্থানীয় বাসিন্দা জিএম রুস্তুম আলি বলেন, দুপুর ১২টার দিকে হঠাৎ দেখি ফাঁটল দেখা যাচ্ছে। অনেকটা জায়গাজুড়ে দেবে গেছে। যদি দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে আমরা ভেসে যাবো।

সোহাগ হোসেন বলেন, যে ভাঙন দেখা দিয়েছে, তাতে বেড়িবাঁধ নদীগর্ভে বিলীন হওয়ার আশংকা রয়েছে। আর তা হলে ঘরবাড়ি, শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট হয়ে যাবে।

শ্যামনগরের দায়িত্ব থাকা পাউবোর এসডিও মো: জাকির হোসেন বলেন, দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়ার জন্য ঘটনাস্থলে লোক পাঠিয়েছি।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!