করোনা-বিধ্বস্ত চিনে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠাবে নরেন্দ্র মোদী সরকার। ভারতে ওষুধ রফতানি সংক্রান্ত সংস্থা ‘সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন’ (সিডিএসসিও)-এর তরফে এ কথা জানানো হয়েছে।
গত কয়েক সপ্তাহ ধরেই চিনে করোনা সংক্রমণের হার ক্রমশ ঊর্ধ্বমুখী। করোনাভাইরাসের নতুন উপরূপ ওমিক্রন বিএফ.৭-এর কারণেই চিন জুড়ে শুরু হয়েছে নয়া সংক্রমণ-পর্ব। কোভিড আক্রান্ত ব্যক্তিদের বড় অংশেরই জ্বর-সহ অন্যান্য উপসর্গ রয়েছে। ফলে ভিড় বাড়ছে হাসপাতালগুলিতে। কিন্তু এই পরিস্থিতিতে প্রয়োজনীয় ওষুধের অভাব দেখা দিয়েছে চিনে। সংবাদ সংস্থা এএফপি সূত্রে জানা গিয়েছে, চিনের মর্গগুলি মৃতদেহে উপচে পড়ছে। রীতিমতো লাইন দিয়ে শেষকৃত্য সম্পন্ন করতে হচ্ছে। চিনে জ্বরের ওষুধ প্রায় অমিল। অ্যান্টিজেন টেস্ট কিটও মিলছে না।
গণবিক্ষোভের মুখে শূন্য কোভিড নীতি থেকে সরে এসেছিল চিন। কিন্তু তারপরই সে দেশে করোনা সংক্রমণের রেখচিত্র ক্রমশ ঊর্ধ্বমুখী হতে থাকে। কোভিডের যে উপরূপটি চিনের এই নয়া বিপর্যয়ের কারণ হয়ে উঠেছে, সেটি হল বিএফ.৭। চিকিৎসকরা জানিয়েছেন এই উপরূপটির আগের উপরূপগুলির তুলনায় অনেক বেশি সংক্রামক।
খুলনা গেজেট/ এসজেড