খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  অ্যান্টিগা টেস্ট: ৪৫০ রানে ইনিংস ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের, দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ৪০/২
তিন বাড়ি লকডাউন

চিতলমারী উপজেলা বিএনপির সভাপতিসহ ৫ জনের করোনা শনাক্ত

চিতলমারী প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারী উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলুসহ (৫০) পাঁচ জনের করোনা শনাক্ত হয়েছে। চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের র‌্যাপিড এ্যান্টিজেন্ট টেস্টে তাদের করোনা পজেটিভ এসেছে। শনিবার (৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬ টায় চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মামুন হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুনরায় পরীক্ষার জন্য করোনা আক্রান্তদের নমুনা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। আক্রান্তদের ৩ টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।

করোনা শনাক্ত অপর চারজন হলেন, মমিনুল হক টুলুর স্ত্রী আইরিন সুলতানা জোসনা (৩৫), ছেলে আল ঈশানী (৯), চরবানিয়ারী ইউনিয়নের ডাকাতিয়া গ্রামের প্রসনজিৎ মন্ডল (২৫) ও চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ নার্স লক্ষ্মী রানী (৩০)। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শনাক্তদের বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।

চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মামুন হাসান জানান, বর্তমান আক্রান্তদের জ্বরসহ বিভিন্ন উপসর্গ রয়েছে।

চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ লিটন আলী জানান, আক্রান্তদের ৩ টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।

অপরদিকে, এদিন সন্ধ্যায় মুঠোফোনে চিতলমারী উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু সাংবাদিকদের মাধ্যমে সকলের কাছে দোয়া ও প্রার্থনা কামনা করেছেন।

 

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!